সিলিকন চিপ ব্যবসায় বাজার প্রতিযোগিতা তীব্রতর হওয়ার আভাস দিল ইন্টেল। মার্কিন এ সিপিইউ চিপ নির্মাতা জায়ান্ট নতুন কারখানা এবং ফাউন্ড্রিতে (ঢালাই কারখানা) ২ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই ঘোষণার পরপরই পুঁজিবাজারে পতনের মুখে দুই প্রধান চিপ নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারদর।
আজ বুধবার তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) শেয়ারদর ৩ দশমিক ৯ শতাংশ এবং সিউলে স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ারদর ১ দশমিক ৩ শতাংশ কমেছে।
যেখানে টিএসএমসি নিজ দেশে আগে থেকেই নানা বাধার মুখে রয়েছে। তাইওয়ানের সিনচুতে কর্তৃপক্ষের বিভিন্ন বিধিনিষেধের পাশাপাশি পানি সঙ্কটে পড়েছে টিএসএমসি। এখানেই এ প্রতিষ্ঠানের মূল কারখানা।
অবশ্য চিপের বাজারে এশিয়ার এ দুই বৃহত্তম প্রতিদ্বন্দ্বী করোনা মহামারীর আগে থেকেই চাহিদা সঙ্কটে রয়েছে। বিশেষ করে ফাইভজি প্রযুক্তি আসার পর এই প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে। পার্সোনাল কম্পিউটারের সিপিইউয়ের পাশাপাশি এই নতুন টেলিযোগাযোগ প্রযুক্তিটির বাজারেও আধিপত্য প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ইন্টেল।
ইন্টেলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্যাট গেলসিঙ্গারই মূলত এই উচ্চাভিলাসী পরিকল্পনা হাতে নিয়েছেন। তিনি এই মার্কিন প্রতিষ্ঠানকে সরাসরি টিএসএমসির মুখোমুখি দাঁড় করাতে চান। বর্তমানকালের সবচেয়ে উন্নত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এই টিএসএমসি।
ফাউন্ড্রি ব্যবসায় বড় আকারে বিনিয়োগের প্রাথমিক পদক্ষেপ হিসেবে অ্যারিজোনায় দুটি নতুন প্লান্ট স্থাপনে ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে ইন্টেল।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এতো সহজে টিএসএমসির প্রতিদ্বন্দ্বী হতে পারবে না ইন্টেল। কারণ প্রসেসরের বাজারে অ্যাপল, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস ইনকরপোরেশন এবং কোয়ালকমের মতো সম্ভাব্য ফাউন্ড্রি গ্রাহকরা সহসাই তাদের ক্রয়াদেশ অন্য কোম্পানিতে স্থানান্তর করবে না। ফলে শুরুতে গ্রাহক খুঁজে পেতে ইন্টেলকে ভালোই বেগে পেতে হবে।
সূত্র: ব্লুমবার্গ