হোম > প্রযুক্তি

‘মুক্তি পেয়েছি’: সোশ্যাল মিডিয়া ছাড়া এক মাস কেমন কাটল অস্ট্রেলিয়ার কিশোরদের

আজকের পত্রিকা ডেস্ক­

অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ার পর এক মাসের চিত্র দেখাচ্ছেন ১৫ বছরের লুলু। ছবি: বিবিসি

অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ার এক মাস পার হয়েছে। দীর্ঘ কয়েক বছরের মধ্যে এই প্রথম নিজেকে মুক্ত অনুভব করছে অ্যামি। ১৪ বছর বয়সী এই কিশোরী জানাল, সে এখন ফোন থেকে বিচ্ছিন্ন থাকতে পারছে এবং তার দৈনন্দিন রুটিন বদলে গেছে।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রথম কয়েক দিনে অনলাইন আসক্তির টান অনুভব করেছিল অ্যামি। প্রথম সপ্তাহের অভিজ্ঞতায় সে তার ডায়েরিতে লিখেছিল, ‘আমি জানতাম, স্ন্যাপচ্যাট ব্যবহার করতে পারব না। তবুও অভ্যাসবশত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই অ্যাপটি খোলার জন্য হাত বাড়াতাম।’

নিষেধাজ্ঞার চতুর্থ দিনে যখন ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকসহ ১০টি প্ল্যাটফর্ম ১৬ বছরের কম বয়সী হাজার হাজার অস্ট্রেলীয় শিশুর জন্য বন্ধ হয়ে গেল, তখন অ্যামি স্ন্যাপচ্যাটের এই তীব্র আকর্ষণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল।

অ্যামি লিখেছে, ‘বন্ধুদের স্ন্যাপ পাঠাতে পারছি না বলে খারাপ লাগছে ঠিকই, কিন্তু অন্য মাধ্যমে তো তাদের সঙ্গে টেক্সট করা যাচ্ছে। সত্যি বলতে, স্ট্রিক বজায় রাখার চিন্তা নেই ভেবে এখন নিজেকে অনেকটা মুক্ত মনে হচ্ছে।’

স্ট্রিক হলো স্ন্যাপচ্যাটের এমন এক ফিচার, যা অনেকের মতে প্রচণ্ড আসক্তি তৈরি করে। এতে বন্ধুত্বের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিদিন একে অপরকে ছবি বা ভিডিও পাঠাতে হয়। এটি দিনের পর দিন, এমনকি বছরের পর বছর চলতে থাকে।

ষষ্ঠ দিনে এসে স্ন্যাপচ্যাটের মোহ অ্যামির কাটতে শুরু করে। ১২ বছর বয়সে এই অ্যাপ নামানোর পর থেকে সে দিনে বহুবার এটি চেক করত। সে লিখেছে, ‘আগে স্কুল থেকে ফিরে স্ন্যাপচ্যাটে বন্ধুদের সঙ্গে কথা বলতাম। এখন সেটা পারছি না বলে দৌড়াতে বেরিয়েছিলাম।’

এক মাস পর এখন অ্যামির অভ্যাস পুরোপুরি বদলে গেছে।

সিডনির এই কিশোরী বিবিসিকে বলে, ‘আগে স্ন্যাপচ্যাট খোলা আমার রুটিন হয়ে গিয়েছিল। একবার ওটা খুললে পরে ইনস্টাগ্রাম আর টিকটকে ঢুকে পড়তাম। অ্যালগরিদমের পাল্লায় পড়ে সময়ের জ্ঞান হারিয়ে ফেলতাম। এখন আমি আগের চেয়ে কম ফোন ধরি এবং কেবল জরুরি প্রয়োজনে ফোন ব্যবহার করি।’

অ্যামির অভিজ্ঞতা শুনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নিশ্চয়ই খুশি হবেন। কারণ, এই নিষেধাজ্ঞা কার্যকরের আগে তিনি শিশুদের কাছে এই অভ্যাস ত্যাগ করার অনুরোধ জানিয়েছিলেন। অনলাইনে উত্ত্যক্ত করা ও ক্ষতিকর কনটেন্ট থেকে কিশোরদের রক্ষা করতে সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

গত ১০ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এই আইন অনুযায়ী, যদি কোনো টেক কোম্পানি ১৬ বছরের কম বয়সীদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে যৌক্তিক পদক্ষেপ না নেয়, তাহলে তাদের ৫০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

আলবানিজ আশা করেছিলেন, এই নিষেধাজ্ঞার ফলে নতুন প্রজন্মের শিশুরা খেলাধুলা, বই পড়া বা বাদ্যযন্ত্র শেখার প্রতি আগ্রহী হবে। কিন্তু সবার ক্ষেত্রে চিত্রটা এমন নয়।

১৩ বছর বয়সী আহিল জানায়, সে আগের চেয়ে বেশি বই পড়ছে না বা খেলাধুলাও বাড়িয়ে দেয়নি। উল্টো সে এখনো প্রতিদিন প্রায় আড়াই ঘণ্টা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাটায়, যা নিষেধাজ্ঞার আগের মতোই।

ভুয়া জন্মতারিখ দিয়ে আহিল স্ন্যাপচ্যাট আর ইউটিউব ব্যবহার করছে। এ ছাড়া তার বেশির ভাগ সময় কাটে গেমিং প্ল্যাটফর্ম রবলক্স এবং মেসেজিং অ্যাপ ডিসকর্ডে, যেগুলো এই নিষেধাজ্ঞার আওতায় নেই।

আহিলের মতে, আসলে কিছুই বদলায়নি। কারণ, তার বেশির ভাগ বন্ধু এখনো সোশ্যাল মিডিয়ায় সক্রিয়।

তবে আহিলের মা মাউ ছেলের মধ্যে পরিবর্তন লক্ষ করেছেন।

তিনি বলেন, ‘সে (আহিল) এখন আগের চেয়ে খিটখিটে মেজাজের হয়েছে। আগের চেয়ে বেশি ভিডিও গেম খেলছে। যখন সে সোশ্যাল মিডিয়ায় ছিল, অনেক বেশি সামাজিক ছিল। আমাদের সঙ্গে বেশি কথা বলত।’

তবে মাউ মনে করেন, আহিলের এই খিটখিটে মেজাজ বয়ঃসন্ধিকালীন পরিবর্তনের কারণেও হতে পারে।

এ বিষয়ে ভোক্তা মনস্তত্ত্ববিদ ক্রিস্টিনা অ্যান্থনি বলেন, এই মেজাজ পরিবর্তনের কারণ হতে পারে আবেগ নিয়ন্ত্রণের তাৎক্ষণিক প্রভাব। অনেক কিশোর-কিশোরীর কাছে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদন নয়—এটি একঘেয়েমি, মানসিক চাপ এবং সামাজিক উদ্বেগ কাটানোর মাধ্যম। যখন হঠাৎ এই মাধ্যম বন্ধ হয়ে যায়, তখন তাদের মধ্যে বিরক্তি বা বিচ্ছিন্নতা কাজ করতে পারে। কারণ তারা তাদের পরিচিত অবলম্বন হারিয়ে ফেলেছে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে এই কিশোরেরা বিশ্বাসভাজন বড়দের সঙ্গে কথা বলার মতো নতুন উপায় খুঁজে নেবে বলে আশা প্রকাশ করেন অ্যান্থনি।

বিটিসিএলের ডটবিডি ডোমেইন সেবায় মূল্যছাড়

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

ন্যুড ছবি বিতর্ক, ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হলো গ্রোক

চিকিৎসা সচেতনতা বাড়াতে ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু করল ওপেনএআই

সান ফ্রান্সিসকোতে রোবোট্যাক্সি নামাচ্ছে উবার

২০২৬ সাল বদলে দেবে যে ৮ প্রযুক্তি

পোষা প্রাণীদের জন্য গ্যাজেট

ল্যাম্বরগিনি নিয়ে আসছে ডাবল ডেকার মোটর হোম

এআই প্রভাবের ঝুঁকিতে ব্যাংকিং খাতের চাকরি

এআই ছবি নিয়ে এক্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে ভারত, মালয়েশিয়া ও ফ্রান্স