হোম > প্রযুক্তি

ক্যালিফোর্নিয়া থেকে স্পেসএক্সের দপ্তর সরিয়ে ফেলবেন ইলন মাস্ক

স্পেসএক্সের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে সরিয়ে নেবে বলে জানিয়েছেন ইলন মাস্ক। ক্যালিফোর্নিয়ার নতুন আইনের কারণে এমন পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি। নতুন আইন অনুসারে, স্কুলের শিক্ষক ও অন্যান্য কর্মীরা সন্তানের অনুমতি ব্যতীত অন্য কোনো ব্যক্তির কাছে শিক্ষার্থীদের লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবে না। সন্তানদের নিরাপত্তার জন্য আইনটিকে হুমকি হিসেবে দেখছেন মাস্ক। সিএনএনের প্রতিবদেনে এসব তথ্য জানা যায়। 

এক্সের এক পোস্টে মাস্ক বলেন, এটি ধৈর্যের শেষ সীমা ছাড়িয়ে গেছে। পরিবার ও কোম্পানিকে উভয়কে আক্রমণ করে এই আইন। এ জন্য স্পেসএক্সের সদর দপ্তর হথর্ন, ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে সরিয়ে নেবেন। সেই সঙ্গে এক্সের সদর দপ্তরও সানফ্রান্সিসকো থেকে অস্টিনে সরিয়ে নেবে। 

তিনি আরও বলেন, আমি প্রায় এক বছর আগে গভর্নর নিউজমকে স্পষ্ট করে বলেছিলাম যে, সন্তানদের সুরক্ষার জন্য পরিবার ও কোম্পানিগুলোকে ক্যালিফোর্নিয়া ছাড়তে বাধ্য করবে এসব আইন। 

২০২২ সালের এক প্রতিবেদনে পিপল ম্যাগাজিন বলেছে, ইলন মাস্কের ১৮ বছর বয়সী মেয়ে লিঙ্গ পরিবর্তন করেন ও আইনগতভাবে নাম পরিবর্তন করে ভিভিয়ান জেনা উইলসন রাখেন। তিনি মাস্কের নাম ত্যাগ করেন ও পরিবর্তিতে তার মা জাস্টিন উইলসনের নাম নিজের নামের সঙ্গে যুক্ত করেন। 

২০২২ সালে অক্টোবরে তার ট্রান্সজেন্ডার মেয়ে সম্পর্কে প্রশ্ন করা হলে মাস্ক বলেন, সবার মন জয় করা সম্ভব নয়। তবে অন্যান্য সন্তানদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে বলে তিনি দাবি করেন। 

মাস্ক প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছেন ও আমেরিকা পিএসি নামক ট্রাম্পপন্থী প্রচারণায় সুপার পিএসি-তে প্রতি মাসে ৪৫০ লাখ ডলার অনুদান দেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে। 

ট্রাম্প এই বছর আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রান্সজেন্ডারদের অধিকার ফিরিয়ে দেবেন বলে আশা করা হচ্ছে। 

এই বছরের ফেব্রুয়ারিতে স্পেসএক্সের কার্যক্রম ডেলাওয়্যার থেকে টেক্সাসে স্থানান্তর করার জন্য আবেদন করেছিল কোম্পানিটি। সেসময় মাস্কের ২০১৮ সালের টেসলার বেতনের প্যাকেজটি বাতিল করে দেন ডেলওয়্যারের বিচারক। 

এর আগে ২০২১ সালে টেসলার সদর দপ্তর ক্যালিফোর্নিয়া থেকে অস্টিনে সরিয়ে নেন মাস্ক। 

তবে স্পেসএক্স সদর দপ্তর সরিয়ে ফেলার বিষয়ে আর কোনো তথ্য দেয়নি। তবে ক্যালিফোর্নিয়াতে কোম্পানিটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেবে নাকি তা স্পষ্ট করেনি কোম্পানিটি। 

টেসলা তার সদর দপ্তর টেক্সাসে স্থানান্তরিত করার পর পালো আল্টো অফিসকে ‘প্রকৌশল সদর দপ্তর’ হিসেবে রেখে দেয়।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব