পুরোনো গলিতে আটকে পড়া হলুদ রঙের ট্যাক্সির ছাদের ওপর দিয়ে ভোঁ করে উড়ে গেল আরেকটি হলুদ ট্যাক্সি। কিংবা ধরুন, সল্ট লেক থেকে ট্যাক্সি ধরে উড়ে গেলেন কফি হাউস। না, সৃজিত মুখোপাধ্যায়ের বানানো কোনো সিনেমার কথা বলছি না। বলছি ভারতের উড়ন্ত ট্যাক্সির কথা।
আর মাত্র সাত থেকে আট মাস পরেই ভারতের আকাশে উড়বে ট্যাক্সি—এমনটাই জানিয়েছে দেশটির নিউজ ১৮, টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন গণমাধ্যম। আর এর রূপকার ভারতের ‘ইলন মাস্ক’খ্যাত বাঙালি অধ্যাপক সত্য চক্রবর্তী। তিনি ই-প্লেন নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাদ্রাজের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের বিজ্ঞানী।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সত্য চক্রবর্তী জানিয়েছেন, ভারতের ব্যস্ত শহরগুলোতে যানজটের সমস্যা দূর করতে পারবে এই বিশেষ ট্যাক্সি। ই-২০০ ট্যাক্সির একটি প্রতিরূপ ই-৫০ ইতিমধ্যে ওড়ার পরীক্ষায় পাস করেছে। সত্য চক্রবর্তী জানিয়েছেন, উড়ন্ত এই ট্যাক্সির প্রথম পরীক্ষামূলক সম্ভাব্য উড়ান হতে পারে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে।
এই ট্যাক্সি নির্মাণ বিষয়ে ই-প্লেন নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, উড়ন্ত ট্যাক্সিটি একটি এসইউভির আকারের এবং অবতরণের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হবে না। দুই সিটের গাড়িটি চালাবেও মানুষ। একবার ব্যাটারি চার্জেই যাতে একাধিকবার স্বল্প দূরত্ব অতিক্রম করা যায়, সেদিকটাও খেয়াল রাখবে প্রতিষ্ঠানটি। ট্যাক্সিটির ওজন ২০০ কেজি এবং চারটি ডাক্টেড ফ্যান দিয়ে সজ্জিত, যা প্রপেলার হিসেবে কাজ করবে।
তথ্যসূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টাইমস, নিউজ ১৮