হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে ১ মিনিটের ভয়েস স্ট্যাটাস দেওয়া যাবে 

একের পর এক নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এবার প্ল্যাটফর্মটিতে ১ মিনিট দৈর্ঘ্যের ভয়েস স্ট্যাটাস দেওয়া যাবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও আইফোনে ফিচারটি কাজ করবে।

এর আগে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে ৩০ সেকেন্ডের ভয়েস নোট যোগ করা যেত। স্ট্যাটাস আপডেটে পেজে গিয়ে মাইক্রোফোন আইকোনে চেপে কণ্ঠ রেকর্ড করার মাধ্যমে  এই স্ট্যাটাস দেওয়া যায়। এখন এই ভয়েস  স্ট্যাটাস ১ মিনিট পর্যন্ত দেওয়া যাবে। হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ইনস্টল করলেই ফিচারটি ব্যবহার করা যাবে।

দীর্ঘ ভয়েস মেসেজগুলো অনেকেই ছোট ছোট করে একাধিকবার স্ট্যাটাসে যুক্ত করে। নতুন ফিচারটি ফলে ব্যবহারকারীরা যে মেসেজ দিতে চান সেটি একেবারে ১ মিনিটের ভয়েস স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো এর মতে, প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ফিচার নিয়ে আসার জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ। এরই ধারাবাহিকতায় হোয়াটসঅ্যাপে ‘এআই প্রোফাইল পিকচার’ নামে নতুন ফিচার নিয়ে আসছে কোম্পানিটি। এই ফিচারের মাধ্যমে এআইকে বিভিন্ন নির্দেশনা দিয়ে হোয়াটসঅ্যাপের জন্য পছন্দের প্রোফাইল ছবি তৈরি করা যাবে। পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ফিচারটি। তাই শুধু হোয়াটসঅ্যাপের ২.২৪. ১১.১৭ বেটা সংস্করণে ফিচারটি দেখতে পাওয়া গেছে। যারা নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে চান তাদের জন্য ফিচারটি বেশ সুবিধাজনক হবে। ফলে প্রোফাইল ছবিতে নিজেদের মুখের ছবি আর আপলোড করার প্রয়োজনীয়তা নেই। তবে সব ডিভাইসে কবে নাগাদ ফিচারটি চালু হবে তা স্পষ্ট নয়।

চ্যাট থিম পরিবর্তন করার জন্য আরেকটি ফিচার নিয়ে আসতে পারে হোয়াটসঅ্যাপ। নীল, সবুজ (যা এখন ডিফল্ট রয়েছে), ধূসর, লাল ও বেগুনি রঙে চ্যাটের থিম পরিবর্তন করার সুযোগ দেবে প্ল্যাটফর্মটি। এগুলোর মধ্যে যে রং নির্বাচন করা হবে চ্যাটসহ ব্যাকগ্রাউন্ডে সেই রং পরিবর্তন হবে।

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব