হোম > প্রযুক্তি

ইনস্টাগ্রামের ফিল্টার খুঁজে পাবেন যেভাবে

ছবি বা ভিডিও আকর্ষণীয় করার জন্য অনেকেই ফিল্টার ব্যবহার করে থাকেন। ব্যক্তির রুচি ও স্টাইল প্রকাশ পায় এসব ফিল্টারের মাধ্যমে। রিল বা স্টোরিতে ব্যবহারের জন্য অনেকগুলো ফিল্টার ইনস্টাগ্রামেও রয়েছে। এগুলো খুঁজে বের করে খুব সহজেই নিজেদের কনটেন্টকে আরও নজরকাড়া করা যায়। 

ইনস্টাগ্রামে কিছু ফিল্টার চোখের সামনেই থাকে। আবার কিছু ফিল্টার সার্চ করে খুঁজে পেতে হয়। ইনস্টাগ্রামের সব ফিল্টার খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—

 ১. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন। 
২. ডান দিকের নিচে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। 
৩. এরপর ওপরের দিকে ‘+’ আইকোনে ট্যাপ করুন। 
৪. ক্রিয়েট মেনু চালু হলে রিল বা স্টোরি অপশন নির্বাচন করুন। 
৫. এরপর ক্যামেরা আইকোনে ট্যাপের ফলে ইনস্টাগ্রামের ক্যামেরা চালু হবে। 
৬. নিচের দিকে কতগুলো ফিল্টার দেখা যাবে। তবে আরও ফিল্টার পেতে ডান দিকে স্ক্রল করতে থাকুন এবং ম্যাগনিফাই আইকোন খুঁজে বের করুন। 
৭. এই টুলের মাধ্যমে সবগুলো ফিল্টারসহ বিভিন্ন ক্যাটাগরি দেখা যাবে। ডানে-বাঁয়ে ও ওপরে-নিচে স্ক্রল করে পছন্দের ফিল্টারটি খুঁজে বের করুন। 
৮. এই মেনুতে বাঁ পাশের কোনায় আরেকটি ম্যাগনিফাই আইকোনে ট্যাপ করে নিজের পছন্দের ফিল্টারের নাম দিয়ে সার্চ করুন। সার্চের ফলাফলে ফিল্টারটি দেখা যাবে এবং এতে ট্যাপ করে ফিল্টারটি ব্যবহার করা যাবে। 

অন্যদের তৈরি ফিল্টার ব্যবহার করবেন যেভাবে 
ইনস্টাগ্রামে অনেকই নিজেদের তৈরি ফিল্টার ব্যবহার করে থাকে। যদি আপনি তাদের ফিল্টার ব্যবহার করতে চান, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন—

 ১. যাদের ফিল্টার ব্যবহার করতে চান, সেই প্রোফাইলে প্রবেশ করুন। এরপর তাদের পোস্টগুলোর ওপরে ডান দিকে স্ক্রল করুন এবং তিনটি স্টারযুক্ত আইকোনে ট্যাপ করুন। ফলে তাদের ফিল্টার গ্যালারি দেখা যাবে।

২. পছন্দের মতো ফিল্টার নির্বাচন ও ব্যবহার করুন। ফিল্টারটি সেভ করার জন্য ডান পাশে নিচের দিকে থাকা তিনটি ডট আইকোনে ট্যাপ করুন।

৩. সেভ করার পর ফিল্টারগুলো ওপরে উল্লেখিত ফিল্টার সার্চ মেনুর সেভ আইকোনে পাওয়া যাবে। তাই প্রয়োজনমতো যেকোনো সময়ে এগুলো ব্যবহার করা যাবে। 

তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক