সাক্ষাৎকার

সামনে আরও অনেক কিছু আসছে: ভারতকে হারানোর নায়ক মোরসালিন

অপেক্ষাটা ছিল ২২ বছরের। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর ফুটবলে ভারতকে হারাতে পেরেছে বাংলাদেশ। গতকাল যাঁর গোলে জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দীর্ঘ জয়খরা কেটেছে, পুরো দেশ আনন্দে ভেসেছে—সেই শেখ মোরসালিনের সঙ্গে রাতে টিম হোটেলে কথা হলো আজকের পত্রিকার। বাংলাদেশ দলের এই ফরোয়ার্ডের সঙ্গে কথা বলেছেন রানা আব্বাস

প্রশ্ন: ভারতের বিপক্ষে ২২ বছরের জয়খরা ঘুচেছে আপনার গোলে। দুর্দান্ত এই জয়ের পর পেশাদার ফুটবলার হিসেবে শুধুই ভালো লাগা কাজ করছে নাকি তারও বেশি কিছু?

শেখ মোরসালিন: আলহামদুলিল্লাহ, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার সতীর্থ, কোচিং স্টাফ যাঁরা আছেন—সবাই খুবই...এই ম্যাচটা আমাদের জন্য অন্যরকম একটা ম্যাচ ছিল। কারণ, দীর্ঘ ২২-২৩ বছর জয় পাই না ওদের বিপক্ষে। যে করে হোক আমাদের জিততে হবে, এমন মানসিকতা ছিল। আমি সবার কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ জিতেছি। দেশবাসী যাঁরা ছিলেন, সবাই যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, তাঁদের কাছে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রশ্ন: রাকিবের অসাধারণ পাস থেকে দারুণ এক গোল। মাঠে রাকিবের সঙ্গে আপনার রসায়নটা নিয়ে যদি বলতেন। আর ক্যারিয়ারে এই গোলটা কোথায় রাখবেন?

মোরসালিন: রাকিব ভাইয়ের সঙ্গে আমার জুটি অনেক ভালো। রাকিব ভাইকে কৃতিত্ব দিতে চাই। শুধু টাচ হয়েছে আমার। আলহামদুলিল্লাহ। কিন্তু কৃতিত্ব রাকিব ভাইয়ের।

প্রশ্ন: একটা কথা হচ্ছিল, দেশের ভেতর থেকে উঠে আসা ফুটবলাররা গোল করতে পারছেন না। এ বিষয়টি নিশ্চয়ই আপনাকেও ভাবাচ্ছিল?

মোরসালিন: আলহামদুলিল্লাহ, সবাই তো চায় যার যার জায়গা থেকে ভালো করার জন্য। যারা বাইরে থেকে এসেছে, তারা তো অবশ্যই ছিল। আপনারা তো দেখেছেন, তারা কেমন ইমপ্যাক্ট রাখতে পারছে। এটা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা বলতে পারেন।

প্রশ্ন: গোলের পর, জেতার পর দলের প্রাণভোমরা হামজা চৌধুরী কিছু বলেছেন?

মোরসালিন: খুব খুশি হয়েছেন ভাই (হামজা চৌধুরী)। ম্যাচের পর আমাকে জড়িয়ে ধরেছেন। আমি তাঁর কাছেও কৃতজ্ঞ, যেভাবে প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত টিকে থেকেছি, গোল হজম থেকে বাঁচিয়েছেন তিনি। আমি সবার কাছেই কৃতজ্ঞ।

প্রশ্ন: ভারতের বিপক্ষে জয়খরা তো ঘুচল। কিন্তু এএফসি এশিয়ান কাপে দারুণ সম্ভাবনা থাকার পরও না খেলতে পারার আফসোস থেকে গেল কি না? বাংলাদেশের যেহেতু ৫ পয়েন্ট হয়ে গিয়েছিল।

মোরসালিন: সেদিক থেকে বলতে গেলে একটু তো আফসোস থাকেই যে এশিয়ান কাপ থেকে আমরা ছিটকে গেলাম। দেখা যাক, সামনে আরও অনেক কিছু আসছে ইনশাআল্লাহ। সবে শুরু।

‘আপনাদের পার্সোনাল অ্যাজেন্ডা থাকতে পারে, তবে খেলা যেন সময়মতো মাঠে গড়ায়’

‘সারা জীবনই আফসোসটা থেকে যাবে’

৫ বছরে সিনিয়র বিশ্বকাপে খেলা সম্ভব

সবাই কথা বলার অভ্যাসটা গড়ে তুলছে

‘একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল, ঠিক হয়ে গেছে’

আমাকে হকির হামজা ডাকলে গর্বিত হই

আমার কি স্ত্রী-মেয়ে-বোন নেই, জাহানারার অভিযোগ নিয়ে মঞ্জু

‘জাহানারা মুখ খুলেছে, জুনিয়ররা অ্যাবিউজ হলে কি মুখ খুলতে পারবে’

‘এক বছরে ক্রীড়াঙ্গনে খুব বেশি পরিবর্তন চোখে পড়েনি’

‘সাইকেলটা নিয়ে মারামারি হচ্ছে!’