হোম > খেলা > ক্রিকেট

এখনো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলাদেশের

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক পা আগেই দিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায় সেন্ট ভিনসেন্টে আনুষ্ঠানিকতা সারতে নামবেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। তবে এখনো সুপার এইটের আগে থেমে যেতে পারে বাংলাদেশের পথচলা।

‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। একই দিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় সেন্ট লুসিয়ায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস। শ্রীলঙ্কা ও নেপাল সুপার এইটের সমীকরণ থেকে আগেই বাদ পড়েছে। তবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের এখনো সম্ভাবনা রয়েছে। নেপালকে হারালেই ৬ পয়েন্ট নিয়ে সমীকরণ ছাড়াই সুপার এইটে পা রাখবে বাংলাদেশ। অপর ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও নেদারল্যান্ডস পাচ্ছে ৪ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ৮ পয়েন্ট নিয়ে অনেক আগেই সুপার এইট নিশ্চিত করেছে।

সেন্ট ভিনসেন্টেই যেহেতু বাংলাদেশ-নেপাল মুখোমুখি হচ্ছে, তখন নেপালের রূপকথার গল্প লেখার সম্ভাবনাও যে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ভেন্যুতে গতকাল নেপালের বিপক্ষে ১ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। যদি আগামীকাল নেপালের কাছে বাংলাদেশ হেরে যায় এবং ডাচরা যদি জিতে যায়, তাহলে চলে আসবে অনেক সমীকরণ। ধরে নেওয়া যাক, নেপাল আগে ব্যাটিং নিয়ে ১৪০ রান করল। রান তাড়া করতে নেমে বাংলাদেশ আটকে গেল ১২৫ রানে। তাহলে বাংলাদেশের নেট রানরেট হবে ‍+ ০.১৬৯। অন্যদিকে সেন্ট লুসিয়ায় নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং নিয়ে করল ১৬১ রান। জবাবে লঙ্কানরা ১২৩ রানে গুটিয়ে গেলে ডাচদের নেট রানরেট হবে ‍+ ০.২। তার মানে প্রথমে ব্যাটিংয়ের হিসাব করলে বাংলাদেশের হার ও ডাচদের জয়ের সম্মিলিত ব্যবধান কমপক্ষে ৫৩ রানের হতে হবে।

দৃশ্যপটটা এবার অন্যভাবে কল্পনা করা যাক। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ১৪০ রান করল। রান তাড়া করতে নেমে নেপাল ১৫ ওভারে ১৪১ রান করে ফেলল। বাংলাদেশের নেট রানরেট হবে-০.০৮০। অন্যদিকে সেন্ট লুসিয়ায় লঙ্কানরা প্রথমে ১৬১ রান করল। সুপার এইটে যেতে ডাচদের ১৭.৩ ওভারে করতে হবে ১৬২ রান।

বাংলাদেশ, নেদারল্যান্ডস যে-ই সুপার এইটে উঠুক ডি২ হয়েই উঠবে। কারণ শ্রীলঙ্কা উঠতে না পারায় তাদের ডি২ সিডিংটা পাবে বাংলাদেশ অথবা ডাচরা। দক্ষিণ আফ্রিকা উঠবে ডি১ হিসেবে। সুপার এইটে বাংলাদেশ তখন খেলবে ভারত, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা সুপার এইটে পাচ্ছে বিশ্বকাপের দুই আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড থাকছে প্রোটিয়াদের গ্রুপে।

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী