হোম > খেলা > ক্রিকেট

সুপার এইটে ওঠার পর আরেক সুখবর পেল বাংলাদেশ

নেপালকে ২১ রানে হারিয়ে ‘এক ঢিলে দুই পাখি’ মারল বাংলাদেশ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। একই সঙ্গে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। এ নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে টানা তিনবার সরাসরি খেলার টিকিট কাটল এশিয়ার দলটি। 

২০২৪-এর মতো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে ২০ দলের। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দলের মধ্যে সরাসরি খেলবে ১২ দল। ১২ দলের মধ্যে এবারের বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দল সরাসরি খেলবে পরবর্তী আসরে। বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড—এই আট দল উঠেছে এবার সুপার এইটে। শ্রীলঙ্কা সুপার এইটে উঠতে না পারলেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে আয়োজক সূত্রেই। লঙ্কানদের মতো ভারতও আয়োজক হিসেবে আগামী বিশ্বকাপের টিকিট কেটেছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এশিয়া মহাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ গড়াচ্ছে ৫ বছর পর। এশিয়াতে সবশেষ ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের যৌথ আয়োজনে হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি যে ১২ দল খেলবে, তাদের মধ্যে ৯ দলের নাম তো নিশ্চিত হওয়া গেল। বাকি তিন দল হচ্ছে এবার সুপার এইট যারা নিশ্চিত করতে পারল না, তাদের মধ্যে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেরা তিন। 

পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড তারা আগামী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৬, ৭ ও ১১ নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড। 

১২ দল সরাসরি নিশ্চিত করায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ৮ দল বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে। আফ্রিকা, এশিয়া ও ইউরোপ—এই তিন অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসবে দুটি করে দল। পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আমেরিকা থেকে একটি করে দল খেলবে পরবর্তী মৌসুমে, যার মধ্যে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব চলছে ইতালিতে।

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী