হোম > খেলা > ক্রিকেট

ক্যাচ মিসের খেসারত দিচ্ছে বাংলাদেশ, জর্জির সেঞ্চুরি

আজকের পত্রিকা ডেস্ক­

দক্ষিণ আফ্রিকার ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলের ঘটনা। হাসান মাহমুদের বলে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন ক্যাচ মিস হাতছাড়া করেন। ব্যক্তিগত ৬ রানে জীবন পাওয়া টনি দে জর্জি এখন ছুটছেন আপন গতিতে। বাংলাদেশের ওপর সফরকারীরা চাপিয়ে দিচ্ছে রানের পাহাড়।

ফিফটির পর আরও এক দফা জীবন পেলেন দে জর্জি। ব্যাটিং বান্ধব উইকেটে এভাবে একের পর এক সুযোগ পেলে সেগুলো কি কেউ হাতছাড়া করতে পারেন? দে জর্জিও বাংলাদেশের থেকে পাওয়া সুযোগগুলো মুঠোভরে লুফে নিচ্ছেন। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটার তুলে নিয়েছেন চা পানের বিরতির আগেই। প্রোটিয়ারা ৫৬ ওভারে ১ উইকেটে ২০৫ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে।

জীবন পেয়ে সেগুলো দুই হাত ভরে লুফে নিচ্ছেন টনি দে জর্জি। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ছবি: ক্রিকইনফো

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাটিংবান্ধব উইকেটে দলীয় ২৫ রানেই প্রোটিয়ারা প্রথম উইকেট হারাতে পারত। তবে টেস্টে অভিষিক্ত অঙ্কন উইকেটের পেছনে ক্যাচ মিস করায় সেই সুযোগ হারায় বাংলাদেশ।

ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে সাবলীলভাবে এগোতে থাকে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৬৯ রান যোগ করেন মার্করাম ও দে জর্জি। তবে তাঁদের আর জুটিটা বড় করতে দেননি অভিজ্ঞ তাইজুল ইসলাম। ১৭ ওভারের প্রথম বলে তাইজুল ফিরিয়েছেন মার্করামকে। প্রোটিয়া অধিনায়ক ৩৩ রানে ফিরেছেন মিড অনে দাঁড়িয়ে থাকা মুমিনুল হককে ক্যাচ দিয়ে।

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়