এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বের ক্যাম্পে ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী আরহাম চৌধুরি। বর্তমানে অস্ট্রেলিয়ার শীর্ষ স্তরের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলে খেলছেন তিনি।
আরহাম ইসলামের বাবা এবং মা দুজনই বাংলাদেশি। আরহামের বাংলাদেশি পাসপোর্ট থাকায় বাংলাদেশের দলে খেলতে সব শর্তই পূরণ করতে পেরেছেন তিনি। ক্যাম্পে আবিদ নিজেকে প্রমাণ করতে পারলে মূল দলেও জায়গা পেয়ে যাবেন। যেমনটা জানিয়েছেন দলটির কোচ সাইফুল বারী টিটু।
যত দূর জানা গেল, ১১ বা ১২ অক্টোবর বাংলাদেশে আসার কথা রয়েছে আরহামের। তাঁকে বাংলাদেশে আনার প্রক্রিয়া নিয়ে কাজ করছে কনফিয়ানজা নামের একটি প্লেয়ার এজেন্সি। এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত তারিক কাজিকেও বাংলাদেশে আনার প্রক্রিয়া নিয়ে কাজ করেছিল এজেন্সিটি।