হোম > খেলা > ক্রিকেট

ক্রিকেট পরিবারে যোগ হলো সুইজারল্যান্ড–মঙ্গোলিয়া–তাজিকিস্তান

‘আমাদের পরিবারে নতুন সদস্যদের স্বাগত জানাই’—কাল এভাবেই সুইজারল্যান্ড-মঙ্গোলিয়া-তাজিকিস্তানে স্বাগত জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।  বাংলাদেশের সাবেক এই অধিনায়ক এখন এশীয় ক্রিকেটের উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন আইসিসিতে।

আমিনুল কেন স্বাগত জানালেন সুইজারল্যান্ড-মঙ্গোলিয়া-তাজিকিস্তানে, বুঝতেই পারছেন।  ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নানা পদক্ষেপ নিচ্ছে আইসিসি। কাল আইসিসির ৭৮তম বার্ষিক সভায় মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও সুইজারল্যান্ডকে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
 
 গত পরশু আইসিসি জানিয়েছে আগামী ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করাও তাদের পরিকল্পনায় আছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলো ওমানে আয়োজন করার ঘোষণা  দিয়েছে আইসিসি। আর সর্বশেষ সভায় তিনটি নতুন দেশকে দেওয়া হলো সদস্য পদ।
   
নতুন তিন দেশের মধ্যে মঙ্গোলিয়া এশিয়ার ২২তম ও তাজিকিস্তান ২৩তম এবং সুইজারল্যান্ড ইউরোপের ৩৫তম দেশ হিসেবে আইসিসির সদস্যপদ পেয়েছে। এই তিন দেশের অন্তর্ভুক্তিতে আইসিসির সদস্য এখন মোট ১০৬টি। সেখানে সহযোগী সদস্য ৯৪টি। 

মঙ্গোলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৮ সালে ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে দেশটির ক্রীড়া প্রশাসনের অধীনে নেওয়া হয়। পরে প্রাথমিকভাবে ১৬টি স্কুলের ছেলেদের কোচিং করিয়ে  স্কুল ক্রিকেটের মাধ্যমে ধীরে ধীরে ক্রিকেট কাঠামো গড়ে উঠে। ধীরে ধীরে নারী ক্রিকেটারদেরও অগ্রাধিকার দেওয়া শুরু হয়। 

মঙ্গোলিয়ার তুলনায় সুইজারল্যান্ডের ক্রিকেট ইতিহাস অনেক পুরোনো।  ১৮১৭ সালে ক্রিকেটের সঙ্গে সুইসদের প্রথম পরিচয় হয়। আর ২০১৪ সালে এসে প্রতিষ্ঠিত হয় সুইজারল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন।

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২২৯ রান করেও আফসোসটা থেকেই গেল ডাচ ক্রিকেটারের

ইংল্যান্ড দলে ২০ বছরে যা পাননি, এবার তা-ই পেলেন অ্যান্ডারসন

গম্ভীর কি ক্রিকেট কোচ নাকি ফুটবল কোচ, প্রশ্ন ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের

গতিতারকা শোয়েব আখতারকে যেভাবে কাজে লাগাতে চায় ঢাকা

চীন সফরের বাংলাদেশ মেয়েদের দলে আছেন কারা

অলিখিত ফাইনালে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

শ্রীলঙ্কাকে হেসেখেলে হারিয়ে সিরিজ বাংলাদেশের

৭ উইকেট নিয়ে তাসকিনদের পাশে বাহরাইনের পেসার

৪৩৩ রান করে নিজেদের রেকর্ডই ভাঙল ভারত