প্রথমবার বিপিএল খেলছেন ফাফ ডু প্লেসি। কুমিল্লা ভিক্টোরিয়ানসে হয়ে এর মধ্যে তিন ম্যাচে মাঠে নেমেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। কুমিল্লায় ডু প্লেসি সতীর্থ হিসেবে পেয়েছেন লিটন কুমার দাসকে। বিপিএলে কুমিল্লার প্রথম দুই ম্যাচে ছিলেন না লিটন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আজ প্রথমবার মাঠে নামেন তিনি। ডু প্লেসির সঙ্গে দারুণ এক জুটিও গড়েন লিটন।
ইনিংসের শুরুতে প্রথম উইকেট হারানোর পর লিটন-ডু প্লেসির জুটিই মূলত কুমিল্লাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দুজনের জুটি থেকে আসে ৮০ রান। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে ব্যাটিংয়ে যে ফুল ফুটিয়েছিলেন, লিটন সেটা ফিরিয়ে আনলেন বিপিএলেও। ৩৪ বলে ৫ চার আর এক ছক্কায় খেলেন ৪৭ রানের ইনিংস। আগের দুই ম্যাচে রানের দেখা না পাওয়া ডু প্লেসিও অপরাজিত থেকে করেন ৮৩ রান।
লিটনের ভালোবাসার উত্তর জানাতে ভুল করেননি ডু প্লেসি। বিপিএলের পর ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ শেষ করে বাংলাদেশের পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া সিরিজে লিটনের দিকে বিশেষ দৃষ্টি রাখবেন জানিয়ে ডু প্লেসি লেখেন, ‘প্রিয় ভাই, তুমি অনেক উঁচু মানের মানুষ। তোমার আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অনেক শুভকামনা। দক্ষিণ আফ্রিকা সিরিজে তোমার ওপর আমার বিশেষ নজর থাকবে।’