হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে নতুন রেকর্ডের হাতছানি দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক    

প্রথম সেশনে ৩ উইকেট পেলেও চট্টগ্রামে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে ৫২৭ রান করে ফেলেছে প্রোটিয়ারা। ছবি: বিসিবি

চট্টগ্রামে দ্বিতীয় দিনের প্রথম সেশনে শুরুটা তুলনামূলক ভালোই করেছিল বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতির আগে ৩ উইকেট ফেলে দেন তাইজুল ইসলাম। তবে দ্বিতীয় সেশন থেকে সুবিধাই করতে পারছে না বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার সামনে এখন ১৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন করে গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

২ উইকেটে ৩০৭ রানে আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। তাইজুলের ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে সফরকারীদের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৩৯১ রান। প্রোটিয়াদের ৫০০ রানের আগে অলআউট করার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সুযোগ বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। ৬ উইকেটে ৫২৭ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। যা বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্টে চতুর্থ সর্বোচ্চ স্কোর। এশিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ৫৮৭ রানের কীর্তি প্রোটিয়ারা গড়েছিল ২০০৮ সালে। চট্টগ্রামে তখন ৬ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করেছিল প্রোটিয়ারা।

প্রথম ইনিংসে ১১০ ওভারে ৫ উইকেটে ৪১৩ রান করে আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে না হতেই উইকেট হারায় প্রোটিয়ারা। ১১৪তম ওভারের দ্বিতীয় বলে রায়ান রিকেলটনকে ফেরান নাহিদ রানা। এজ হওয়া বল ক্যাচ ধরেন টেস্টে অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। ৪১ বলে ১ চারে ১২ রান করেন রিকেলটন। প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ১১৩.২ ওভারে ৬ উইকেটে ৪২৩ রান।

৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন সেনুরান মুথুসামি। সপ্তম উইকেটে তাঁর সঙ্গে উইয়ান মুলডারের জুটিটা বেশ জমে উঠেছে। টেস্টে তাঁরা (মুলডার-মুথুসামি) খেলছেন ওয়ানডে মেজাজে। ১৩০ বলে ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন এই দুই ব্যাটার। ৭৮ রানে অপরাজিত মুলডার। ১১৫ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ৩ ছক্কা। মুথুসামি ৫৪ বলে ৪৭ রান করে অপরাজিত। ২টি করে চার ও ছক্কা মেরেছেন প্রোটিয়া এই অলরাউন্ডার।

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ