হোম > খেলা > ক্রিকেট

শেন ওয়ার্নের মৃত্যুর তিন বছর পর চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ক্রীড়া ডেস্ক    

২০২২ সালের ৪ মার্চ ৫২ বছর বয়সে মারা গেছেন শেন ওয়ার্ন। ছবি: ক্রিকইনফো

শেন ওয়ার্নের মৃত্যুর পর কেটে গেছে তিন বছরেরও বেশি সময়। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রচার হলেও এবার প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনারের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এক পুলিশ কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে বর্ণনা দিয়েছেন তিন বছর আগে ওয়ার্নের মৃত্যুর সময়ের ঘটনা। থাইল্যান্ডের কো-সামুই দ্বীপের যে ঘরে অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন, সেই ঘরে একটি বোতল পাওয়া গিয়েছিল বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। ডেইলি মেইলে পুলিশ কর্মকর্তা বলেন,‘আমাদের আদেশ দেওয়া হয়েছিল বোতলটা সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছিলেন সিনিয়ররা। ওপর মহল থেকে এসেছিল আদেশটা। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষও হয়তো চায়নি তাদের কিংবদন্তির শেষ জীবনে কলঙ্কের দাগ লাগুক। তাই শেষ পর্যন্ত প্রতিবেদন তৈরি করা হয় যে ওয়ার্ন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অন্য কোনো কারণের কথা বলা হয়নি।’

থাইল্যান্ডে ওয়ার্নের ঘরে পাওয়া বোতলে কী ছিল, সেই ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে জানা গেছে, কামাগ্রা নামের উত্তেজক অজি কিংবদন্তি লেগস্পিনারের ঘরে পাওয়া বোতলে ছিল। যেটা অনেকটা ভায়াগ্রার মতো কাজ করে। সেই পুলিশ কর্মকর্তার মতে পর্দার আড়ালে অনেক লোক রয়েছেন ওয়ার্নের মৃত্যুর ঘটনায়। ডেইলি মেইলকে পুলিশ কর্মকর্তা বলেন, ‘কামাগ্রার কথা কেউ বলেননি। কারণ, এটা তো সংবেদনশীল ব্যাপার ছিল। এর পেছনে অনেক শক্তিশালী অদৃশ্য হাত রয়েছে। আমরা জানি না ওয়ার্ন সেই ওষুধ কী পরিমাণে খেয়েছিলেন। তবে ঘটনাস্থলে রক্ত ও বমি ছিল।’

২০২২ সালের ৪ মার্চ ৫২ বছর বয়সে থাইল্যান্ডের কো-সামুই দ্বীপে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন ওয়ার্ন। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ার কিংবদন্তির মৃত্যু হৃদ্‌রোগে হয়েছিল বলে উল্লেখ করা হয়। কিন্তু তিন বছর পর ডেইলি মেইলকে পুলিশ কর্মকর্তা যে বিস্ফোরক তথ্য দিলেন, সেটা চোখ কপালে ওঠার মতোই। ভায়াগ্রার মতো উত্তেজক পাওয়ার খবরটা ওয়ার্নের মৃত্যু নিয়ে রহস্য আরও ঘনীভূত করেছে। কারণ, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের এমন উত্তেজক ব্যবহার করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। উপরন্তু সেই বোতলও যখন গায়েব হয়েছিল, তখন সন্দেহ বাড়ে বই কমে তো না।

ভারতের শিশু পুরস্কার পাচ্ছে সূর্যবংশী

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হাদির স্মরণে ১ মিনিট নীরবতা পালন

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ ফাইনালের যে রেকর্ড ভাঙল অ্যাশেজে

মেলবোর্নে প্রথম দিনে দুবার ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, বিপদে ইংল্যান্ড

গিলক্রিস্টের ২৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙতে পারবেন তো ক্যারি

বিপিএল দেখা যাবে কোন কোন চ্যানেলে

এবারও শুরুর আগেই বিতর্কিত বিপিএল

শুরুর আগে বিপিএলের কমিটিতে পরিবর্তন আনল বিসিবি

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত