হোম > খেলা > ক্রিকেট

রোহিত-কোহলির পর এবার জাদেজার বিদায়

এমন একটা মুহূর্তের জন্যই যেন অপেক্ষা করছিলেন রোহিত শর্মারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনাল জিতে নেওয়ার পর জুতসই মঞ্চ পেয়ে গিয়েছিলেন তাঁরা। সুযোগের সদ্ব্যবহার করে ফাইনালের পরপরই কুড়ি ওভারের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাদের পর এবার টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। 

ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ভারতের ১১ বছরের শিরোপা খরা ঘোচানোর একদিন পরই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন জাদেজা। ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে জাদেজা লিখেছেন, ‘হৃদয়ভরা কৃতজ্ঞতায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দ্রুতবেগে ছুটে চলা ঘোড়ার মতো আমি সব সময়ই দেশের জন্য সেরাটা দিয়েছি এবং অন্যান্য সংস্করণে সেটা করে যাব। আমার কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছিল স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি আমার সর্বোচ্চ অর্জন।’ 

ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৪টি ম্যাচ খেলেছেন রবীন্দ্র জাডেজা। ৪১ ইনিংস ব্যাটিং করে করেছেন ৫১৫ রান। বল হাতে ৭১ ইনিংসে ৭.১৩ ইকোনমিতে ৫৪ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। 

ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ে ভারতকে ম্যাচ জেতাতে নিয়মিত ভূমিকা রাখতেন জাদেজা। যদিও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছন্দহীন ছিলেন এই অলরাউন্ডার। ৫ ইনিংসে দুই ম্যাচ অপরাজিত থেকে ব্যাট হাতে করেন ৩৫ রান। ৭ ইনিংসে বল করে একবারই উইকেটের দেখা পান তিনি।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা