হোম > খেলা > ক্রিকেট

স্ত্রীর উপহার পেয়ে চমকে গেলেন শান্ত

ব্যক্তিগত সাফল্য পেলে অনেকেই প্রিয়জনদের থেকে বিভিন্ন রকম উপহার পেয়ে থাকেন। তেমনি দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত তাঁর স্ত্রীর কাছ থেকে পেয়েছেন বিশেষ এক উপহার ।

গতকাল রাতে শান্ত নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটারের দুই হাতে ছিল ফ্রেমে বাঁধানো দুটি ছবি। ডান হাতে ছিল ওয়ানডে সেঞ্চুরির পর হেলমেট খুলে শান্তর বাঁধভাঙা উল্লাসের ছবি। এই সেঞ্চুরি শান্ত করেছেন চেমসফোর্ডে মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর বাঁ হাতে তাঁর টেস্ট সেঞ্চুরির পর চিরচেনা উদ্‌যাপনের ছবি। ফেসবুকে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার ক্যাপশন দিয়েছেন, ‘তোমার চমকে দেওয়া এই উপহার সত্যিই প্রশংসনীয়।তোমাকে ধন্যবাদ প্রিয় স্ত্রী।’

শান্তর কাছে ২০২৩ সাল বিশ্বমঞ্চে  নিজেকে চেনানোর বছর। আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর এখন পর্যন্ত ১৮ ম্যাচে ৫৬.২০ গড়ে করেছেন ৮৪৩ রান। ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটি করেছেন। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি শান্ত পেয়েছেন এ বছর। আর আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে কদিন আগে শেষ হওয়া টেস্টের দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির রেকর্ড গড়েন শান্ত। রেকর্ড গড়ে হয়েছেন ম্যাচ-সেরা। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি—দুই সিরিজেই সেরা হয়েছেন শান্ত। এ ছাড়া ২০২৩ বিপিএলে সর্বোচ্চ রানও করেন শান্ত।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত