হোম > খেলা > ক্রিকেট

শান্তর মতে, দলে ৩ অধিনায়ক থাকলে সমস্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন শান্ত। ছবি: এএফপি

আভাস মিলেছিল শ্রীলঙ্কা সফরের শুরুতেই। নাজমুল হোসেন শান্ত তখন বলেছিলেন, আলোচনা হোক। এবার সেই আলোচনার ইতি টানলেন তিনি। কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হারার পরপরই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত।

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে ওয়ানডে নেতৃত্বে বদল আনে বিসিবি। শান্তকে হটিয়ে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। এর আগে টি-টোয়েন্টির দায়িত্ব পান লিটন দাস। বাংলাদেশ ফেলে ক্রিকেটের তিন সংস্করণে তিন অধিনায়ক রাখার কৌশলে। তা দলের জন্য সমস্যা মনে করেন শান্ত। সে কারণে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।

কলম্বোয় হারের পর সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এই ড্রেসিংরুমে কয়েক বছর ধরে, লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মত যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে এসেছি।’

শান্তর পর টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মিরাজ। আলোচনায় আছেন লিটন দাস। এর বাইরে অন্য কাউকে করা হলে সেই তিন অধিনায়কই রাখা হবে। শান্ত বলেন, ‘যদি ক্রিকেট বোর্ড মনে করে, তিন অধিনায়ক রাখবে, তাহলে এটা তাদের সিদ্ধান্ত।’

নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত ক্রিকেট পরিচালনা বিভাগকে আগেই জানিয়ে রেখেছেন শান্ত, ‘ক্রিকেট অপারেশনসকে আমি ইতোমধ্যে জানিয়েছি। বেশ কয়েক দিন আগেই আমি জানিয়েছি। তারা বিষয়টি সম্পর্কে জ্ঞাত। আমি সবাইকে পরিষ্কারভাবে বলতে চাই, এটা ব্যক্তিগত কোনো কিছু নয়। পুরোপুরি দলের ভালোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করি, এতে দলের ভালো কিছুই হবে।’

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত