হোম > খেলা > ক্রিকেট

একাদশে ফিরলেন তাসকিন, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টানা ৯ ম্যাচে টস হারের পর অবশেষে এবার জিতলেন লিটন। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেললেও শেষ দুই ম্যাচে ছিলেন না তিনি। তাসকিন ফেরায় একাদশ থেকে বাদ পড়েছেন শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। পেস বোলিং আক্রমণে অভিজ্ঞ তাসকিন ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন তরুণ তানজিম হাসান সাকিব। স্পিন আক্রমণে শেখ মেহেদীর সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেন আছেন। তবে খণ্ডকালীন হাত ঘোরাতে পারেন ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি।

পাকিস্তানের হয়ে অভিষেক হচ্ছে পেসার সালমান মির্জার। দেড় বছর পর পাকিস্তানের একাদশ মোহাম্মদ নওয়াজ। সবশেষ গত বছর জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে মাঠে নেমেছিলেন তিনি। পাকিস্তান তিন পেসার ও তিন স্পিনের সমন্বয়ে একাদশ গড়েছে। ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদির সঙ্গে সালমান তোপ দাগতে প্রস্তুত। স্পিন আক্রমণে আবরার আহমেদ, নওয়াজের সঙ্গে খুশদিল শাহ। বিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে বোলিং নওয়াজ, আব্বাস, ফাহিমদের। কন্ডিশন সম্পর্কে বেশ ভালো ধারণা রয়েছে পাকিস্তানেরও।

২০১৬ সালের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিততে পারেনি বাংলাদেশ। সবশেষ গত মে-জুনে পাকিস্তান সফরে গিয়ে সিরিজ হেরেছিল ৩-০ ব্যবধানে। ২০২১ সালে বাংলাদেশ সফরে এসেও স্বাগতিকদের ৩-০তে ধবলধোলাই করেছিল তারা। তবে এবার শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ:

লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তানের একাদশ:

সালমান আলি আঘা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), খুশদিল শাহ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।

নোয়াখালী এক্সপেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী