লেগ স্পিনের ঘূর্ণিতে ব্যাটারদের কতটা কাবু রিশাদ করতে পারেন, সেটা দেখা গেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট খেলতে নেমে রিশাদ ভেঙে দিয়েছেন সাকিব আল হাসানের রেকর্ড। সেই রিশাদ এবার দল পেয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে।
রিশাদ ডাক পেয়েছেন হোবার্ট হারিকেন্সে। সিডনিতে আজ বিগ ব্যাশ ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে নিয়েছে হারিকেন্স। এই হোবার্ট হারিকেন্সের
হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কিংবদন্তি রিকি পন্টিং। এখনো পর্যন্ত ড্রাফট থেকে বাংলাদেশের এক ক্রিকেটারকেই নেওয়া হয়েছে বিগ ব্যাশে।
২০২৪-২৫ বিগ ব্যাশে রিশাদ খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে অনেক ‘যদি-কিন্তু।’ কারণ এ বছরের ১৫ ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশ। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটি চলবে ২০২৫ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত। সেই সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলবে। এ বছরের ২৭ ডিসেম্বর বিপিএল শুরু হচ্ছে বলে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে। সেটার আগে নভেম্বরেই বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর করার কথা। বোঝাই যাচ্ছে ২০২৪ সালের শেষে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলে কতটা ব্যস্ত সময় কাটাতে যাচ্ছেন রিশাদ।
পুরুষ ও নারী ক্রিকেটার মিলে রিশাদসহ বিগ ব্যাশের ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। একমাত্র নারী ক্রিকেটার হিসেবে নাম লেখান জাহানারা আলম। ড্রাফটে নাম লেখানো বাকি ৮ পুরুষ ক্রিকেটার হলেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক,শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও রনি তালুকদার।