হোম > খেলা > ক্রিকেট

জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হংকং অধিনায়ক

জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হংকং ক্রিকেট দলের অধিনায়ক আইজাজ খান। একটি বিমা সংস্থার সঙ্গে প্রতারণার অভিযোগে গত পরশু নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। আইজাজের বিরুদ্ধে তিন মিলিয়ন হংকং ডলার (প্রায় সাড়ে তিন কোটি টাকা) জালিয়াতির অভিযোগ উঠেছে। নিজেকে শারীরিকভাবে অক্ষম বলে বিমা কোম্পানির কাছ থেকে এই টাকা দাবি করেছিলেন তিনি।

জানা গেছে, হংকং জাতীয় দলের অধিনায়ক আইজাজ ক্রিকেট টুর্নামেন্টে খেলতে গিয়ে আহত হয়ে বিমা সংস্থার কাছে অর্থ দাবি করেছিলেন। সংস্থাটির কাছে জানিয়েছিলেন, তিনি শারীরিকভাবে অক্ষম। এরপরই ওই বিমা সংস্থা আইজাজ খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনে। তদন্তে নামে পুলিশ।

তদন্তে জানা গেছে, আইজাজ খান ওই বিমা সংস্থার কাছে তিনি অক্ষম বলে অর্থ দাবি করেন। ক্ষতিপূরণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ জালিয়াতির অভিযোগ আনে ওই বিমা সংস্থা। এরপরই তাঁকে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আইজাজের। ২০১৯ সালে হংকং জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পান। এখন পর্যন্ত ১৯টি ওয়ানডে ও ৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন আইজাজ। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ এশিয়া কাপে ভারতের বিপক্ষে।

নোয়াখালী এক্সপেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী