হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সিরিজ দিয়েই তাহলে ফিরছেন সূর্যকুমার

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশ সিরিজ দিয়ে ফিরতে পারেন সূর্যকুমার যাদব। ছবি: ক্রিকইনফো

ধীরে ধীরে চোট থেকে সেরে উঠছেন সূর্যকুমার যাদব। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টে বাংলাদেশ সিরিজেই দেখা যেতে পারে তাঁকে। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সামাজিক মাধ্যমে জানালেন নিজের বর্তমান অবস্থার কথা।

চিকিৎসার জন্য সূর্যকুমার এখন আছেন জার্মানির মিউনিখে। হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় একটি ছবি গত রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন তিনি। ভারতীয় এই তারকা ব্যাটার লিখেছেন, ‘পেটের ডানপাশে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করেছি। সফল অস্ত্রোপচারের কথা শেয়ার করতে পেরে ভালো লাগছে। আমি সেরে ওঠার পথেই আছি। মাঠে ফিরতে তর সইছে না।’

ভারত এখন ব্যস্ত ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। এই টেস্ট সিরিজ শেষ হবে আগস্টের প্রথম সপ্তাহে। সূর্যকুমার ইংল্যান্ড সিরিজে খেলছেন না। টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ভারত। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হবে বাংলাদেশের মাঠে। ১৭, ২০ ও ২৩ আগস্ট হবে বাংলাদেশ-ভারত সিরিজের তিন ওয়ানডে। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে আর তৃতীয় ম্যাচের ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। ২৬ আগস্ট চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেষ দুই টি-টোয়েন্টি মিরপুরে হবে ২৯ ও ৩১ আগস্ট।

ভারত এখনো বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করেনি। সেক্ষেত্রে ওয়ানডে দলে সূর্যকুমার জায়গা পান কিনা, সেটা বলার উপায় নেই। কারণ, ২০২৩-এর ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের পর তাঁকে আর এই সংস্করণে দেখা যায়নি। আর টি-টোয়েন্টি সংস্করণে তিনি অধিনায়ক হয়েছেন গত বছর। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় নেতৃত্বের শূন্যস্থান পূরণ করেন সূর্যকুমার।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে সূর্যকুমার সবশেষ খেলেছেন এ বছরের আইপিএলে। মুম্বাইকে প্লে অফে তুলতে তাঁর অবদান ছিল অসামান্য। ৭১৭ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। আর ভারতের জার্সিতে সবশেষ তিনি খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়াংখেড়েতে টি-টোয়েন্টি ম্যাচটাই ভারতের এই সংস্করণে সবশেষ কোনো ম্যাচ। অন্যদিকে সূর্যকুমার তাঁর ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলেছেন ২০২৩-এর ফেব্রুয়ারিতে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত