নেদারল্যান্ডস সিরিজ দিয়ে এ বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর প্রত্যাবর্তনের গল্পটা দারুণভাবে লিখে চলেছেন সাইফ হাসান। টি-টোয়েন্টি সংস্করণে এশিয়া কাপ, আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলার পর অভিষেক হয়েছে ওয়ানডেতেও। ছন্দে থাকা ২৭ বছর বয়সী এই ক্রিকেটারকে এবার নেতৃত্বের গ্রুপে নিয়ে এল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন সংস্করণে সহ-অধিনায়কদের নাম আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টিতে সহ অধিনায়কের দায়িত্বে সাইফ হাসান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তকে টেস্ট ও ওয়ানডের সহ অধিনায়কের দায়িত্ব দিয়েছে। টেস্টে বাংলাদেশকে এখন নেতৃত্ব দিচ্ছেন শান্ত। ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক মিরাজ। তাহলে ওয়ানডে, টেস্ট দুই সংস্করণেই দেখা যাবে শান্ত-মিরাজের নেতৃত্বের জুটি। যদি কোনো কারণে অধিনায়ক না থাকেন, স্বাভাবিকভাবেই অপরজন নেতৃত্ব দেবেন।
এ বছরের মে মাসে লিটনকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়। তখন শেখ মেহেদী হাসান ছিলেন সহ-অধিনায়ক। তবে সেটা আনুষ্ঠানিক ছিল না। আজই বিসিবি তিন সহ-অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। গত বছর শান্তর নেতৃত্বে বাংলাদেশ তিন সংস্করণে খেললেও এ বছর থেকে তিন অধিনায়কের নেতৃত্বে খেলছে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে সাড়ে চার মাস পর টেস্টে অধিনায়ক হিসেবে ফিরেছেন শান্ত। সিলেটে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে জিতে বাংলাদেশ ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। আগামীকাল মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন তিনি।
মুশফিকের শততম টেস্টে বিসিবি অনেক কিছু আয়োজন করবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ২৭ ও ২৯ নভেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ২ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।