হোম > খেলা > ফুটবল

যুক্তরাষ্ট্রের সঙ্গে জিততেই ব্রাজিলের লাগল ১০ বছর

ক্রীড়া ডেস্ক    

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ বছর পর জিতল ব্রাজিল। ছবি: এএফপি

১০ বছর ধরে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের বিপক্ষে জিততে পারছিল না ব্রাজিল। অবশেষে সেই গেরো খুলল আজ। ২০১৪ সালের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম জয় পেল ব্রাজিল। আজ ক্যালিফোর্নিয়ার পেপাল পার্কে ড্র হতে যাওয়া ম্যাচটি ২-১ গোলে জিত নিলেন ব্রাজিলের মেয়েরা। বদলি নেমে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আমান্দা গুতিয়েরেস জয় নিশ্চিত করেন অতিথিদের।

লস অ্যাঞ্জেলেসে গত শনিবার প্রথম প্রীতি ম্যাচে ২-০ গোলে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিল ব্রাজিল। এ ম্যাচেও দাপটের সঙ্গে শুরু করে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল যুক্তরাষ্ট্র। ম্যাচের প্রথম মিনিটেই স্ট্রাইকার ক্যাটারিনা মাসারিওর গোলে এগিয়ে যায় র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল যুক্তরাষ্ট্র। ৩৪ সেকেন্ডে গোল করেন তিনি।

ব্রাজিলও সমতায় ফিরতে বেশ মরিয়া হয়ে ওঠে। সুফল পেতেও দেরি হয়নি। ২৪ মিনিটে ম্যানচেস্টার সিটির লেফট উইঙ্গার কেরোলিনের গোলে সমতায় ফেরে র‍্যাঙ্কিংয়ে আট নম্বর দল ব্রাজিল। বক্সে ঢুকে ডান পায়ের একটি অসাধারণ শটে যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যান্ডি ম্যাকগ্লিনকে পরাস্ত করেন তিনি। নির্দিষ্ট সময় শেষ ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের পথে। ঠিক তখনই দৃশ্যপট বদলে দেন আমান্দা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দারুণ এক গোল করেন এই ফরোয়ার্ড। তাঁর গোলেই জয় নিশ্চিত হয় ব্রাজিলের। রোমাঞ্চকর ম্যাচটি জিতে প্রীতি ম্যাচে একটি করে জয় পেল যুক্তরাষ্ট্র-ব্রাজিল দুই দলই। ২০১৪ সালে ব্রাসিলিয়ায় একটি প্রীতি ম্যাচে শেষবার যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল ব্রাজিল।

৩১ কোটি টাকার কেলেঙ্কারিতে ফেঁসে এখন গ্রেপ্তারের শঙ্কায় রানাতুঙ্গা

বিজয় দিবসে শান্ত-মিরাজদের প্রীতি ম্যাচ দেখবেন কোথায়

তাসকিনের সেই বলে আসলে হলোটা কী

মেসি ভারতে আর কত দিন থাকবেন

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা