হোম > খেলা > ফুটবল

হেরে বাংলাদেশের পেছনে ভারত

ক্রীড়া ডেস্ক    

হংকংয়ের কাছে হেরে গেছেন সুনীল ছেত্রীরা। ছবি: আজকের পত্রিকা

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হারের দিনে হেরেছে ভারতও। আজ হংকংয়ের মাঠে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে তারা। এই হারের ফলে চার দলের গ্রুপ ‘সি’তে চার নম্বরে নেমে গেছে ভারত। সিঙ্গাপুরের কাছে হেরেও ভারতের ওপরে তিন নম্বরে বাংলাদেশ।

এই ম্যাচ জিততে পারলও ভারতীয় দলকে ৪২ লক্ষ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। মূলতে ম্যাচের আগে দলকে উজ্জীবিত করতেই এই উদ্দ্যেগ। কিন্তু তাতে কাজ হয়নি। ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ পেছনে থাকা হংকংয়ের কাছে হেরে গেছে যোগ হওয়া সময়ের গোলে। পেনাল্টি থেকে এই গোলটি করেন হংকংয়ের স্তেফান পেরেইরা।

এর আগে প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে। ফিনিশিং ভালো হলে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ভারতের। কিন্তু পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারেনি ভারত। ৫৮ মিনিটের মাথায় সুনীল ছেত্রীকে নামিয়েও কাজ হয়নি।

ভারতকে হারিয়ে গ্রুপ ‘সি’র পয়েন্ট টেবিলের তিন উঠেছে হংকং। শীর্ষে বাংলাদেশকে হারিয়ে দেওয়া ভারত। দুটি করে ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর, সমান পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং। এক হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বাংলাদেশ। গোল ব্যবধানে পিছিয়ে থেকে ১ পয়েন্ট নিয়ে চারে ভারত।

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

পারিশ্রমিক না পেয়ে ৪ মাসেই বসুন্ধরা ছাড়লেন কিউবা মিচেল

মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

বিপিএল নিলামে দল না পাওয়া নিয়ে কী বললেন মাহমুদউল্লাহ

সমালোচকদের একহাত নিলেন মাহমুদউল্লাহর স্ত্রী

ধুন্ধুমার শুরুর পর সিলেটে রানখরা

‘খলনায়ক’ রিয়াদের ব্যাটেই জিতল রংপুর

২ ম্যাচ খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ক্রেমার

কারা আছেন বাংলাদেশের যুব বিশ্বকাপ দলে

৪০০ উইকেটের ক্লাবে মোস্তাফিজ