হোম > খেলা > ফুটবল

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঘরের ছেলে হামজার খেলা দেখতে পাবেন সিলেটের দর্শকেরা। ফাইল ছবি

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।

কম্বোডিয়া কিংবা পূর্ব তিমুর— এই দুই দলের এক দলকে প্রতিপক্ষ হিসেবে ঠিক করবে বাফুফে। কম্বোডিয়া (১৭‍৯) বাংলাদেশের (১৮০) চেয়ে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে। আর পূর্ব তিমুরের অবস্থান ১৯৮। প্রতিবারই বাফুফে আশ্বাস দেয় শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলার। কিন্তু বাস্তবতা উল্টো।

আজ বাফুফে ভবনে হয়েছে জাতীয় দল কমিটির সভা। কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল অবশ্য অনুপস্থিত ছিলেন। সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘২০ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচটি সিলেটে হতে পারে। ক্যাম্প কোথায় হবে সেটা কোচ (হাভিয়ের কাবরেরা ঠিক করবেন।’

সিলেটে ম্যাচ আয়োজনের পেছনে বড় কারণ হলো হামজা চৌধুরী। তার পৈতৃক নিবাস সিলেট অঞ্চলে হওয়ায় বাফুফের দীর্ঘদিনের ইচ্ছা ছিল তাকে ঘরের মাঠে খেলানো। কিন্তু সিলেট জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়ে সংশয় থাকলেও আত্মবিশ্বাসী কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক মাসে অনেক কাজ করা সম্ভব। আমরা আশাবাদী, চেষ্টা করে দেখা যাক।’

আজ জাতীয় দল কমিটির পরই আলাদা সভায় বসে পেশাদার লিগ কমিটি। আগামী মে মাসে স্বাধীনতা কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। এবার ১৬ দল অংশ নেবে টুর্নামেন্টে। শুধু তা-ই নয়, দ্বিতীয় স্তরের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে আসবে দুটি দল। কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘লিগের ১০ দলের বাইরে তিনটি সার্ভিসেস দল ও জেলা চ্যাম্পিয়নশিপে বিজয়ী দলও থাকবে। ১৬ দল নিয়ে চার ভেন্যুতে হবে খেলা।

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...