হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের কোচ আনচেলত্তি না জেসুস, আগামী সপ্তাহে ঘোষণা

ক্রীড়া ডেস্ক    

ব্রাজিলের কোচ আনচেলত্তি না জেসুস, ঘোষণা আগামী সপ্তাহে। ছবি: সংগৃহীত

ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

অন্তত এমনটাই দাবি, সিবিএফের জাতীয় দলের পরিচালক রদ্রিগো কায়েতানোর। দ্রুত কম সময়ের মধ্যে সম্ভব, ব্রাজিল দলের নতুন কোচ ঘোষণা করা হবে স্পোর্টটিভিকে জানিয়েছেন সিবিএফের এই কর্মকর্তা। তাঁর ভাষায়, ‘আমরা জানি যে ব্রাজিল জাতীয় দলের কোচ নির্বাচন দেশের একটি গুরুত্বপূর্ণ এবং দায়িত্বের বিষয়। আশা করছি, আগামী সপ্তাহের শেষ নাগাদ, আমরা একটা সিদ্ধান্ত নিতে পারব।’

দলের বাজে পারফরম্যান্সের কারণে গত ২৮ মার্চ কোচ দোরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল। এর পর থেকে নতুন কোচের সন্ধানে সিবিএফ। তাদের পছন্দের তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ও আল হিলালের সাবেক কোচ জর্জ জেসুস। কদিন আগে আল হিলাল থেকে জেসুস পদত্যাগ করায় সিবিএফ চাইলেই এখন তাঁকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিতে পারে।

সিবিএফের প্রথম পছন্দের প্রার্থী অবশ্য রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তি। মাঝখানে রিয়াল ছাড়া নিয়ে একটা জটিলতার সৃষ্টি হলেও দুই পক্ষের সমঝোতায় সে জটিলতা কেটে গেছে বলে খবর, বিভিন্ন সংবাদমাধ্যমের। জটিলতা নিরসনে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আনচেলত্তি সম্ভাব্য বৈঠকের যে খবর বেরিয়েছিল, সেই বৈঠক নাকি হয়ে গেছে। দ্য অ্যাথলেটিক তো সর্বশেষ বলেই দিয়েছে, আগামী রোববার লিগে এল ক্লাসিকোর ফল রিয়ালের পক্ষে না এলে সেদিনই আনচেলত্তির রিয়াল ছেড়ে যাওয়ার খবর আসতে পারে।

তাহলে তো নতুন কোচের নাম ঘোষণার পথ পরিষ্কার সিবিএফের! তো কে হচ্ছেন ব্রাজিলের নতুন কোচ? এ প্রশ্নে রহস্য রেখে দিয়েছেন কায়েতানো, ‘এখনই নির্দিষ্ট কারও নাম বলা কঠিন। কারণ, আলোচনায় এটি ফলপ্রসূ কিছু হবে না। আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করছি।’

শুরু থেকে ব্রাজিলের চাওয়া ছিল, জুনে দায়িত্ব নেবেন নতুন কোচ। যাতে বিশ্বকাপের বাকি বাছাইপর্বের ম্যাচগুলোয় তিনি থাকতে পারেন ব্রাজিল দলের ডাগআউটে।

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নোয়াখালী কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

বিপিএলের সিলেট-পর্ব দেখেই বিশ্বকাপের দল দেবে বিসিবি

রেকর্ড গড়ে ১০ হাজারি ক্লাবে স্মৃতি মান্ধানা

১৩ দিনেই শেষ ৪ টেস্ট, অস্ট্রেলিয়ার ক্ষতি ২০৫ কোটি

বিপিএল খেলেই পাকিস্তানে পরিচিত পেয়েছেন নাফি

শান্ত এবার ‘জবাব’ দিচ্ছে, বলছেন রাজশাহীর কোচ

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরীফুল, এখন কী অবস্থা

‘মোস্তাফিজ খুবই আন্ডাররেটেড’

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু