হোম > খেলা > ক্রিকেট

আরব আমিরাত সিরিজে দুই চাওয়া লিটনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। ছবি: বিসিবি

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে ১৫ নম্বরে অবস্থান সংযুক্ত আরব আমিরাতের। এই দলের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে দুই লক্ষ্য বাংলাদেশের।

যে লক্ষ্যের কথা বললেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। আরব আমিরাত থেকে বিসিবির পাঠানো এক ভিডিওতে লিটন বললেন, ‘আমাদের প্রথম লক্ষ্য—দুটি ম্যাচই জিততে চাই আমরা।’ এরপরই যোগ করলেন আরেক লক্ষ্যের কথা, ‘কিছুদিন ধরে দলের যেসব জায়গায় (উন্নতির জন্য) কাজ করা হয়েছে, সেটি কতখানি হয়েছে, সেটাও এই সিরিজে দেখতে চাইব।’

এ পর্যন্ত দুই দল ৩ টি-টোয়েন্টি খেলেছে। তিনটিতেই জিতেছে বাংলাদেশ। এবারও ফেবারিট বাংলাদেশ। তবে মাঠের লড়াই শুরুর আগে আরব আমিরাতকে ভালো দলই বলছেন লিটন, ‘নিজেদের মাঠে আমিরাত ভালো দল। স্বাগতিক হওয়ায় এখনকার কন্ডিশন সম্পর্কে ভালো আইডিয়া আছে তাদের।’

তবে জয়ের আত্মবিশ্বাসে কোনো কমতি নেই লিটনের, ‘আমরাও ভালো দল। ভালো ক্রিকেট খেলার জন্য সেরা চেষ্টাটাই করব আমরা।’ দলের সতীর্থদের প্রতি অধিনায়কের বার্তা, ‘এই সংস্করণে সময়ে সময়ে অনেক চাপ চলে আসে। আমি চাইব দলের সবাই যেন নিজ নিজ জায়গা থেকে নির্ভার হয়ে খেলে, ক্রিকেটটা উপভোগ করে। ফল কী হবে, সেটা গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া মেনে খেলতে পারাটা। সেটা করতে পারলে ফল একটা সময় চলে আসবে।’

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট