হোম > খেলা > ক্রিকেট

রোমাঞ্চকর লড়াইয়ে কিউইদের কাছে হেরেই গেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

রোমাঞ্চকর লড়াইয়ে কিউইদের কাছে হেরেই গেল বাংলাদেশ। ছবি: বিসিবি

আর কিছু সময় ব্যাটিং করতে পারলে ম্যাচ হতো ড্র। কিন্তু আদিত্য অশোক ও জায়ডেন লেনক্সের দুর্দান্ত ঘূর্ণি জাদুর সামনে খেই হারায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার। সিলেটে চার দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭০ রানে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। ১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নিক কেলির অসাধারণ সেঞ্চুরিতে ২৫৭ রান তোলে নিউজিল্যান্ড। তাতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪৬। লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন লেগ স্পিনার আদিত্য অশোক। ১৭৫ রানে থেমে যায় স্বাগতিকেরা।

মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকির হাসান ছাড়া বাকিরা সেভাবে লড়াইয়ে করতে পারেননি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৬৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন অঙ্কন। এ ছাড়া ওপেনার জাকির করেন ৫০ রান। অশোক ৫টি ও জায়ডেন লেনক্স নিয়েছেন ৩টি উইকেট।

তার আগে কেলির ২০৭ বলে ১২২ ও জো কার্টারের ১৩৮ বলে ৫৮ রানের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ২৫৭ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। ৩৩ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় তারা। হাসান মুরাদ ৫ উইকেট ও নাঈম হাসান ৪ উইকেট নিয়েছেন।

তার আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৫৬ রান করেছিল। নুরুল হাসান সেঞ্চুরিতে বাংলাদেশ (১০৭) করেছিল ১৬৮ রান। ২১ থেকে সিরিজের চার দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। সেই ম্যাচটিও হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট