ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। সে লড়াই যদি বিশ্বকাপের মঞ্চে হয় তবে তো কথাই নেই। আগামী ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আরও একবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।
প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছিল দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। শেষ ওভারে গড়ানো ম্যাচে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপা জিতেছিল মাহেন্দ্র সিং ধোনির ভারত। ওই বিশ্বকাপের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। সেই ম্যাচেও জয় পেয়েছিল ভারত। এবার কি পাকিস্তান পারবে ভাগ্য বদলাতে? এই প্রশ্নের উত্তর মিলতে না মিলতেই একই দিনে রাত ১২টায় অপেক্ষা করছে ক্লাব ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই। লা লিগার দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার এল ক্লাসিকো বলে কথা। ন্যু ক্যাম্পে যখন এল ক্লাসিকো ঠিক একই সময়ে লিগ ওয়ানে লিওনেল মেসির পিএসজি খেলবে মার্শেইয়ের বিপক্ষে।
২৪ অক্টোবর তাই ক্রীড়াপ্রেমীদের জন্য হতে যাচ্ছে দারুণ এক দিন। ক্রিকেটে ভারত-পাকিস্তান, ক্লাব ফুটবলে রিয়াল-বার্সা এল ক্লাসিকো। ইপিএল ও সিরি আ’তেও অপেক্ষা করছে বড় ম্যাচ।
২৪ অক্টোবর যত ম্যাচ
রাত ১২টা
ম্যানইউ-লিভারপুল
সাড়ে ৯ টায়
জুভেন্টাস-ইন্টার মিলান
সাড়ে ১১টা
পিএসজি-মার্সেই রাত ১২টা