হোম > খেলা > ক্রিকেট

‘দেরি হয়েছে, কিন্তু সামনে তো আরও আছে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে 

সামনে নিজেকে আরও মেলে ধরার প্রত্যয় সাদমান ইসলামের। ছবি: আজকের পত্রিকা

সাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।

কিন্তু সাত বছরের ক্রিকেট ক্যারিয়ারে আরেকটা সেঞ্চুরি পেতেই চার বছরের অপেক্ষায় থাকতে হলো সাদমানকে। জিম্বাবুয়ের বিপক্ষে আজ সেঞ্চুরির পর দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরতেই সাদমানের কণ্ঠে কিছুটা আক্ষেপ। তবে ভালো কিছুর প্রত্যয় ভবিষ্যতে, ‘অবশ্যই (আক্ষেপ আছে)। সামনে তো ইনশা-আল্লাহ আরও সময় আছে।’

সাদমানের ব্যাট থেকে মাঝে মধ্যেই আসে ফিফটির ইনিংস, কিন্তু ধারাবাহিকতার অভাবই প্রশ্ন তুলে দেয় তাঁর টিকে থাকার জায়গাটা নিয়ে। লম্বা সময় ধরে ওপেনিং জুটি বড় হচ্ছিল না বাংলাদেশের। এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে সাদমান ওপেনিং জুটি আজ যোগ করে ১১৮ রান। সাদমান খেলেছেন ১৮১ বলে ১২০ রানের দুর্দান্ত এক ইনিংস। নিজের সেঞ্চুরি প্রসঙ্গে সাদমান বলেন, ‘অবশ্যই রানের জন্য খেলাটা। আমার সব সময় ইচ্ছে থাকে বড় রান করার। তো এখানেও ইচ্ছে ছিল সুযোগ এলে বড় স্কোর করার। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করেছি যতটুকু দলের জন্য দিতে পারি।’

টেস্টই একমাত্র ভরসা। সেটি অনেকটাই সীমিত পরিসরে। তবু সেই বাস্তবতায় নিজেকে মানিয়ে নিয়েছেন সাদমান। পাশাপাশি সুযোগ পেলেই উন্নতির প্রতিশ্রুতি, ‘শেষ কিছুদিন অনেক টেস্টই খেলেছি। ডিপিএল খেলেছি, সামনে টেস্ট আছে, ‘এ’ দল আছে, বিসিএলও আছে। আগে হয়তো এই সুযোগগুলো ছিল না, এখন মোটামুটি কাভার হয়ে গেছে।’

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ