হোম > খেলা > ফুটবল

৩ গোলে পিছিয়ে থেকেও কিংসকে রুখে দিল ফকিরেরপুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফকিরেরপুলের বিপক্ষে ড্র করেছে কিংস। ছবি: ফেসবুক

অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে।

বাংলাদেশ ফুটবল লিগে প্রথম পর্বের শেষ রাউন্ডটা তাই হলো চমক দিয়েই। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেও স্বস্তিতে নেই কিংস। সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে যে নিশ্বাস ফেলছে ফর্টিস এফসি। আজ পিডব্লিউডির স্পোর্টস ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে তারা। কিংস হেরে গেলে এককভাবে শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করত মাসুদ পারভেজের দল। বাংলাদেশ ফুটবল লিগের বাইলজ অনুযায়ী চ্যাম্পিয়ন ও রেলিগেশনের ক্ষেত্রে একাধিক দলের পয়েন্ট সমান থাকলে প্লে অফ ম্যাচ হবে। এতে যুগ্মভাবেই টেবিলের শীর্ষে কিংস ও ফর্টিস।

মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে কিংস তিনটি গোলই করেছে প্রথমার্ধে। ২৩ মিনিটে ফ্রি কিকে জাল কাঁপান রাফায়েল অগুস্তো। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দোরিয়েলতন। ৩১ দলের তৃতীয় গোলটি আসে তাঁর কাছ থেকেই।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে শুরু করে ফকিরেরপুল। ৭৮ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন তিয়াস দাস। ৮৬ মিনিটে ইরফান ও ৮৯ মিনিটে সুমন ইসলাম গোল করে জমিয়ে দেন ম্যাচ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় হাফ ছেড়ে বাঁচে কিংস।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসের হয়ে গোল দুটি করছেন ওনিয়েকাচি ওকাফোর। টানা দুই ম্যাচে ড্রয়ের পর লিগে জয়ে ফিরেছে আবাহনী লিমিটেড। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে জোড়া গোল করেন সুলেমান দিয়াবাতে। অন্য গোলটি আসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রুনো মাতোসের পা থেকে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির খেলা ড্র হয়েছে ১-১ ব্যবধানে।

মাসখানেকের বিরতির পর লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে ফেব্রুয়ারিতে। এর আগে ৪ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে মধ্যবর্তী দলবদল।

মোস্তাফিজের ‘অসম্মান’ মানতে পারছে না বিসিবি

‘যে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের সম্মান নেই, সেটা দেখারও দরকার নেই’

বাংলাদেশের চাপে বিশ্বকাপের নতুন সূচি তৈরি করছে আইসিসি

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

নাসুমের ঘূর্ণিতে বিধ্বস্ত নোয়াখালী, জয়ে ফিরল সিলেট

রুটের সেঞ্চুরির পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

আমিরাতে রানার্সআপ হয়েও ভক্তদের হৃদয় জিতলেন সাকিব

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের

ক্রিকেটকে বিদায় জানিয়ে শফিউল বললেন, অবহেলার শিকার হয়েছি