হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে প্রথমবার জায়গা পেয়েই রাজকীয় গাড়ি উপহার পেলেন উজবেকিস্তানের ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক    

উজবেকিস্তানের ফুটবলাররা দামি গাড়ি উপহার পেয়েছেন। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে জায়গা করে নেওয়ার পর এর চেয়ে দারুণ পুরস্কার আর কী হতে পারে। দেশটির রাষ্ট্রপতি শাভকাত মিরজিওয়েভ তাঁর পূর্বঘোষণা অনুযায়ী ফুটবলার ও সাপোর্টিং স্টাফদের রাজকীয় গাড়ি উপহার দিয়েছেন।

উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের মিল্লি স্টেডিয়ামে কাতারকে ৩–০ গোলে পরশু রাতে হারিয়ে প্রথমবার বিশ্বকাপে ওঠার উদযাপন উজবেকিস্তান ফুটবল দল সেরেছে।উজবেকিস্তানের ভক্ত-সমর্থকেরা রাজকীয়ভাবে বরণের যে অপেক্ষায় ছিলেন, সেই আশা পূরণ হয়েছে সেদিনই। ফুটবলাররা রাষ্ট্রপতির থেকে পেয়েছেন বিএমডব্লিউ। কাতারের বিপক্ষে ম্যাচ শেষে মাঠে একে একে ৪০টি চীনের বিওয়াইডি-এর গাড়ি আনা হয়। ফুটবলার ও কোচিং স্টাফসহ ৪০ জনের হাতে গাড়িগুলোর চাবি তুলে দেওয়া হয়।

আবুধাবিতে ৫ জুন রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে উজবেকিস্তান। নিজেদের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উজবেকরা। প্রথমবার ফুটবল বিশ্বকাপে ওঠার পর যে বিওয়াইডি গাড়ি উজবেকিস্তানের ফুটবল ও সাপোর্টিং স্টাফরা পেয়েছেন, সেটার দাম বাংলাদেশি মুদ্রায় কমপক্ষে ৩০ লাখ টাকা।

গ্রুপ ‘এ’তে ইরানের পর দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে উজবেকিস্তান। ১০ ম্যাচে উজবেকিস্তানের পয়েন্ট ২১। এই গ্রুপ থেকে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট পেয়েছে ইরান। উত্তর কোরিয়াকে পরশু রাতে ইরান হারিয়েছে ৩-০ গোলে।

মোস্তাফিজের ‘অসম্মান’ মানতে পারছে না বিসিবি

‘যে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের সম্মান নেই, সেটা দেখারও দরকার নেই’

বাংলাদেশের চাপে বিশ্বকাপের নতুন সূচি তৈরি করছে আইসিসি

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

নাসুমের ঘূর্ণিতে বিধ্বস্ত নোয়াখালী, জয়ে ফিরল সিলেট

রুটের সেঞ্চুরির পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

আমিরাতে রানার্সআপ হয়েও ভক্তদের হৃদয় জিতলেন সাকিব

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের

ক্রিকেটকে বিদায় জানিয়ে শফিউল বললেন, অবহেলার শিকার হয়েছি