হ্যাংঝুতে এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়েই নারী ক্রিকেটে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এক মাস পর এবার বাংলাদেশ সফরে এসে পাকিস্তান নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে চাপে রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
চট্টগ্রামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে যায় ১৬ রানে। চতুর্থ ওভারের প্রথম বলে সিদরা আমিনকে বোল্ড করেন নাহিদা আকতার। ৯ বলে ৪ রান করেন আমিন। এরপর ষষ্ঠ ওভারের তৃতীয় বলে পাকিস্তানকে আরও এক ধাক্কা দেন নাহিদা। পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মুনিবা আলিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন নাহিদা।
আমিন, মুনিবার দ্রুত বিদায়ে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫.৩ ওভারে ২ উইকেটে ২৫ রান। শুরু থেকেই রানের জন্য এভাবে হাঁসফাঁস করতে থাকে পাকিস্তান। একই সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৬ উইকেটে ৫৯ রান করেছে পাকিস্তান। নাতালিয়া পারভেইজ ৩ রানে ব্যাটিং করছেন। উম্মে হানি এখনো রানের খাতা খোলার সুযোগ পাননি। ইনিংস সর্বোচ্চ ২০ রান করেছেন বিসমাহ মারুফ।