হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সফরে তাহলে কবে আসছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

লাহোরে আজ রাতে পাকিস্তানের বিপক্ষে ধবলধোলাই এড়াতে নামবে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। সিরিজের তৃতীয় ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে। এই সিরিজ শেষ হতে না হতেই ধারণা পাওয়া গেল বাংলাদেশ-পাকিস্তানের পরবর্তী সিরিজের সময়সূচির ব্যাপারে।

আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না হলেও বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট দল কবে সফর করবে, সিরিজের সময়সূচি নিয়ে ধারণা পাওয়া গেছে পাকিস্তানের ‘জিও সুপার’ গণমাধ্যমে। পাকিস্তানি গণমাধ্যমটির আজকের প্রতিবেদন অনুযায়ী, ১৮ জুলাই ঢাকায় আসার কথা পাকিস্তানি ক্রিকেট দলের। সূত্রের বরাতে জিও সুপার জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খসড়া সূচি তৈরি করে এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে। ২০, ২২ ও ২৪ জুলাই হতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়ার কথা বলে পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।

বাংলাদেশে যে পাকিস্তান দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে, সেটা ভবিষ্যৎ সফরসূচির অন্তর্ভুক্ত নয়। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার সময়ই দুই বোর্ডের মধ্যে বৈঠকের মাধ্যমে এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে জিও সুপার। বাংলাদেশ সফর শেষ করে পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বলে জানা গেছে।

প্রথম দুই টি-টোয়েন্টি হেরে বাংলাদেশ সিরিজ আগেই খুইয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম দুই ম্যাচেই পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দুই টি-টোয়েন্টিতেই সমান ২০১ রানের ইনিংস খেলেছে পাকিস্তান। যেখানে প্রথম ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ হেরেছে ৩৭ রানে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৭ রানে হারে লিটনের দল। তানজিম হাসান সাকিবের ফিফটিতেই মূলত ১০০-এর আগে অলআউট হওয়ার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। লিটনরা আজ নামবেন ধবলধোলাই এড়াতে।

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে বিদ্রূপের শিকার আফ্রিদি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা