হোম > রাজনীতি

ভোটারের প্রত্যাশা বেশি, প্রার্থীর প্রতিশ্রুতি কম নয়

শরীফ নাসরুল্লাহ, ঢাকা

ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে। ডাব বিক্রেতা আতাহার হোসেন বলেন, ‘দুই দলে (জামায়াত-বিএনপি) এবার হাড্ডাহাড্ডি লড়াই হইব। তয় বিএনপি ক্ষমতায় যাইব।’

আতাহারের বন্ধু ক্ষুদ্র ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি দেখছি। এবার অন্য কিছু। ক্ষমতায় আইতে পারে নাই, তার আগেই চাঁদাবাজি শুরু হইয়া গেছে। আমার কাছেই টাকা চাইছে। উন্নয়ন তো করবই। হাসিনা উন্নয়ন করছে না? কিন্তু গুম কইরা, খুন কইরা, হয়রানি করব এইডা মানুষ আর চায় না।’

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮-৩৪ ওয়ার্ড মিলে ঢাকা-১৩ আসন। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার কিছু অংশ নিয়ে এই আসন। এটিতে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং ৮ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মামুনুল হক, বিএনপির ববি হাজ্জাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মো. শাহাবুদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ফাতেমা আক্তার মুনিয়া এবং স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা।

গত শুক্র ও শনিবার ওই এলাকায় গিয়ে চায়ের আড্ডা, ছোট ছোট জটলায় নির্বাচন নিয়ে অল্পস্বল্প আলাপ করতে দেখা গেছে। শ্যামলী রিং রোডে অফিসের ফাঁকে আড্ডা দিচ্ছিলেন বেশ কয়েকজন তরুণ। চায়ের আড্ডায় তাঁদের কাছে জানতে চাওয়া হয় নির্বাচন এবং এলাকার সমস্যা নিয়ে। তাঁদের মতামত, কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজি দূর করা হবে এই অঞ্চলের প্রথম কাজ। সড়কে নিরাপত্তার বিষয়টি নিয়েও বললেন একজন। তাঁর মতে, অনেক চাওয়ার কিছু নেই। বাসা থেকে বের হয়ে যেন আবার নিরাপদে ঘরে ফিরতে পারেন, সেটাই চাওয়া।

এই আসনে বেশ কয়েকটি মাদ্রাসা রয়েছে। তার মধ্যে জামিয়া রহমানিয়া আরাবিয়া, জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার নাম উল্লেখযোগ্য। ভোটে ধর্মীয় প্রভাব কাজ করবে বলে মনে করেন অনেকে। মো. আরিফ বিল্লাহ একটি কওমি মাদ্রাসায় পড়েন। তিনি বলেন, এবার সরকার হয়তো বিএনপি গঠন করবে। তবে যেসব জায়গায় ইসলামি ভাবধারার প্রার্থীরা আছেন, তাঁদের সমর্থন বাড়বে। শেখ হাসিনা আলেমদের ওপরে অনেক অত্যাচার করেছেন। বিএনপিও আওয়ামী লীগের থেকে কম না। এখানে বেশ কয়েকটি মাদ্রাসা আছে। তারা চাইবে, আলেমরাই ক্ষমতায় যাক।

তবে নির্বাচন না হওয়ার আশঙ্কাও আছে কারও কারও। নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা বলেন, নির্বাচনী আমেজ আসবে কোথা থেকে? নির্বাচন কী হবে? ভেতরে-ভেতরে যে কত কিছু চলে? তার অনেক কিছুই জানা যায় না।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মামুনুল হক ও বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তাঁরা ভিডিও বক্তব্য প্রচার করেছেন। একটি ভিডিওতে মো. মামুনুল হক বলেছেন, ‘৪০ বছর ধরে মোহাম্মদপুরের মাটি ও মানুষের সঙ্গে আমার সম্পর্ক। মোহাম্মদপুরের বিশাল অঞ্চল আমার চোখের সামনে গড়ে উঠেছে। এখানে আমার শিক্ষাদীক্ষা। এখানেই আমার কর্মজীবন। এখানেই আমার আবাসস্থল, সবকিছু। এখানে ২৪ ঘণ্টাই আমাকে পাবেন। জাতীয় রাজনীতিতে আমার একটা ভূমিকা রাখার সুযোগ থাকায় মোহাম্মদপুরে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ চাঁদা চাওয়ার আগে একবারের জায়গায় দশবার ভাববে।’

একইভাবে মোহাম্মদপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ দমনে ঐক্যবদ্ধ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে একাত্মতা জানিয়ে ববি হাজ্জাজ এক ভিডিওতে জানান, কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক ব্যবসা, চাঁদাবাজ, ভূমিদস্যু—এদের যন্ত্রণায় সবাই অতিষ্ঠ। তিনি মাদক ও সন্ত্রাস দমনে এলাকাবাসীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী মো. শাহাবুদ্দিন বলেন, স্থানীয় মানুষ যাঁরা, তাঁরাই শুধু এই এলাকার সমস্যা বুঝতে পারবেন। কেউ যদি গুলশানে থাকেন, আর মোহাম্মদপুরের সমস্যা সমাধান করতে চান, তা কি বাস্তবসম্মত হয়? তিনি এলাকার সমস্যাগুলো বের করে সেগুলো দূর করার চেষ্টা করবেন।

মো. শাহাবুদ্দিন অভিযোগ করে বলেন, ঢাকা-১৩ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড (প্রতিযোগিতার সমান সুযোগ) একেবারেই নেই। বড় দলের প্রার্থীকে আলাদা সুবিধা দেওয়া হচ্ছে।

৭ আসনে এনসিপির প্রতিপক্ষ জামায়াত, খেলাফত প্রার্থীরাও

শাহজালালের মাজারে তারেক রহমান, বিএনপির নির্বাচনী প্রচার শুরু

জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় মেনন-মানিক গ্রেপ্তার

উত্তরবঙ্গে ৮ জেলায় সফরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপির ৫৯ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

পাইকারিভাবে দায়মুক্তি দিলে হবে না, প্রতিটি ঘটনার তদন্ত করতে হবে: আনু মুহাম্মদ

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন বিজেপিসহ ৫ দলের নেতারা

তিন নেতার মাজার ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনী প্রচার

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ