হোম > রাজনীতি

নেতৃত্বের অযোগ্যতার কারণে সিরাজগঞ্জ যুবলীগের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা, নেতৃত্বে অযোগ্যতা ও অদক্ষতার কারণে সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা, নেতৃত্ব দানে অযোগ্যতা ও অদক্ষতার কারণে গঠনতন্ত্রের ধারা-২৩ মতে সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

এতে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে যুবলীগের উল্লেখিত জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়। 

এর আগে গত ৯ সেপ্টেম্বর আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যুবলীগের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক একরামুল হককে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 

সেই সংবাদ বিজ্ঞপ্তিতেও জানানো হয়, সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত ৮ ফেব্রুয়ারি যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক দিয়েছেন। 

২০১৯ সালের জুনে সিরাজগঞ্জ যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি রাশেদ ইউসুফ জুয়েল সভাপতি এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

তারেক রহমানের নিরাপত্তায় বেহুলার বাসরঘরের মতো যেন ছিদ্র না থাকে: রিজভী

ইসির সদিচ্ছা না দেখলে ‘সব পন্থা’ অবলম্বনের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল

তারেক রহমানের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক

বদলে যাওয়া হিসাব মেলাতে কৌশলী প্রচারে দলগুলো

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতারা

নির্বাচনী প্রচারে প্রার্থীদের জন্য বিএনপির নির্দেশনা

নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ বিধিবহির্ভূত: এনসিপি