হোম > রাজনীতি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেভেল প্লেয়িং ফিল্ড বোঝেন না: জামায়াতে নেতা তাহের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ফাইল ছবি

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে—স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। স্বরাষ্ট্র উপদেষ্টা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বোঝেন না বলেও মন্তব্য করেন তিনি।

আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে দুপুরের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মোহাম্মদ তাহের।

প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে জামায়াতকে ‘উপেক্ষা’ করা হয়েছে বলে মনে করেন দলটির নেতারা। প্রতিবাদস্বরূপ তাঁরা গতকালের সংলাপে যোগ দেননি। তবে আজ দলটির প্রতিনিধিরা সংলাপে যোগ দেন।

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অনিশ্চয়তা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া সমালোচনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াতে নেতা তাহের বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে (স্বরাষ্ট্র উপদেষ্টা) দেখলাম বলতেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়ে গেছে। আমার কাছে মনে হলো, লেভেল প্লেয়িং ফিল্ড কী সেটা (তিনি) বোঝেন না। যিনি এক মাসেও একটি ভবনের তালা খুলতে পারেন না, তিনটি সংসদীয় আসনের কীভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবেন, সেটা বিস্ময়ের ব্যাপার! আমি ওনাকে সংযতভাবে কথা বলার অনুরোধ করছি। লেভেল প্লেয়িং ফিল্ড কী হবে, এটা বোঝার জন্য অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা কিছুতে অচলাবস্থার সৃষ্টি হোক তা চাই না। সরকারকে সহযোগিতা করেছি সব সময়। কিন্তু ব্যত্যয় হলে কথা বলতে হবে।’

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা

আমার নামের আগে ‘মাননীয়’ বলবেন না: তারেক রহমান

সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই: সৈয়দ রেজাউল করীম

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দু-এক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন জমিয়ত নেতারা

এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের