হোম > রাজনীতি

ওবায়দুল কাদেরের সময় বোধ হয় শেষ হয়ে এসেছে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার যুদ্ধ বেশ জমে উঠেছে। দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে আলোচনা চলছে দেশের রাজনৈতিক অঙ্গনে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার এক অনুষ্ঠানে ‘বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে’ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। কাদেরের এমন মন্তব্যকে ‘প্রলাপ’ বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব।

সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘এগুলোর উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। উনি (ওবায়দুল কাদের) যা খুশি বলতে থাকুন। উনার বোধ হয় সময় শেষ হয়ে এসেছে। এসব প্রলাপ। এসব কথা বলে লাভ নেই। বিএনপি এবং সমমনা জোটগুলো, আমরা একটা লক্ষ্যেই এগোচ্ছি। সেটা হচ্ছে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।’

বিএনপি নির্বাচন করতে চায় জানিয়ে ফখরুল বলেন, ‘নির্বাচন তো আমরা করতেই চাই, কিন্তু সেটা এই সরকারের অধীনে নয়। সেটা (নির্বাচন) অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে চাই।’ 

‘বিএনপির সুর নরম হয়ে গেছে’ কাদেরের এই বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ‘ওসব কথা বলে কোনো লাভ নেই। এগুলো মাঠে প্রমাণিত হবে। উনি (ওবায়দুল কাদের) তো পালাবার পথ খুঁজছেন। আমার বাসাতে ওঠার কথা বলেছেন। এসব কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।’

এর আগে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। অতিথি হিসেবে মির্জা ফখরুলও ওই বৈঠকে অংশ নেন। বৈঠক প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যতের কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বিএনপির মহাসচিব ছাড়াও বৈঠকে লিয়াজোঁ কমিটির সদস্য দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশের নুরুল আমিন বেপারি, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের সাধারণ সম্পাদক নাসিম খান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সৃকৃতি কুমার মণ্ডল বৈঠকে অংশ নেন। 

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

রাজনৈতিক সংশ্লিষ্টতা দূর করতে না পারলে সাংবাদিকদের এক হওয়া সম্ভব নয়: বিজেসি সভাপতি

ইসলামপন্থী রাজনীতিতে মেরুকরণ: ভোটের সমীকরণে কে এগিয়ে গেল

নির্বাচনী সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির