হোম > রাজনীতি

১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান আন্দোলন ও আগামী দিনের করণীয় নির্ধারণে মিত্র দল ও জোটগুলোর সঙ্গে আবারও বৈঠক শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে আজ রোববার বিকেলে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর এলডিপির নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসে দলটি। 

বৈঠকে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান অংশ নেন। জোটের নেতাদের মধ্যে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মওলানা আবদুল করিম, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম প্রমুখ অংশ নেন। 

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে প্রাসঙ্গিক সব আলোচনাই করেছি। এই আলোচনা করে দেশ এবং মানুষের যে দুর্ভোগ ও শঙ্কা তা লাঘবে আগামী দিনে কীভাবে অগ্রসর হব, সে নিয়ে আমরা আলোচনা করেছি। মানুষের সমস্যা সমাধানে রাজনৈতিক দল হিসেবে যা করা দরকার, আমরা তাই করব।’

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

রাজনৈতিক সংশ্লিষ্টতা দূর করতে না পারলে সাংবাদিকদের এক হওয়া সম্ভব নয়: বিজেসি সভাপতি

ইসলামপন্থী রাজনীতিতে মেরুকরণ: ভোটের সমীকরণে কে এগিয়ে গেল