হোম > রাজনীতি

১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলমান আন্দোলন ও আগামী দিনের করণীয় নির্ধারণে মিত্র দল ও জোটগুলোর সঙ্গে আবারও বৈঠক শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে আজ রোববার বিকেলে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর এলডিপির নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসে দলটি। 

বৈঠকে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান অংশ নেন। জোটের নেতাদের মধ্যে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মওলানা আবদুল করিম, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম প্রমুখ অংশ নেন। 

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে প্রাসঙ্গিক সব আলোচনাই করেছি। এই আলোচনা করে দেশ এবং মানুষের যে দুর্ভোগ ও শঙ্কা তা লাঘবে আগামী দিনে কীভাবে অগ্রসর হব, সে নিয়ে আমরা আলোচনা করেছি। মানুষের সমস্যা সমাধানে রাজনৈতিক দল হিসেবে যা করা দরকার, আমরা তাই করব।’

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত