হোম > রাজনীতি

আমাদের ঘাটতি আছে, পৃথিবীকে দেখাবার মতো অর্জনও আছে: গওহর রিজভী  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুশীল সমাজ, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং মানবাধিকারকর্মীদের ছাড়া বাংলাদেশের এত অগ্রগতি সম্ভব হতো না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। তিনি বলেন, আমাদের ঘাটতি আছে। কিন্তু আমাদের যা অর্জন আছে, তা সারা পৃথিবীকে দেখাবার মতো।

আজ সোমবার মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সভাটি অনুষ্ঠিত হয়। 

গওহর রিজভী বলেন, আমরা কয়েকটা জায়গায় অনেক পিছিয়ে আছি। আমাদের মাইনোরিটি, উপজাতিরা অনেক পিছিয়ে আছি। তাদের এগিয়ে নিতে না পারলে আমাদের অর্জন পূর্ণ হবে না। 

এ সময় সাংবাদিকেরা র‍্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রশ্ন করলে গওহর তা এড়িয়ে যান। তিনি বলেন, আমি একটি অনুষ্ঠানে এসেছি। আমি দেশের বাইরে ছিলাম। এখন এ বিষয়ে কথা বলব না। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আরমা দত্ত। তিনি বলেন, আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে কথা বলছি, যখন বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন হচ্ছে।

একাত্তরে কত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কত নারী অধিকার লঙ্ঘন হয়েছে, সেগুলো ভুলে গেলে চলবে না। বাংলাদেশ নারী ক্ষমতায়নের মডেল রাষ্ট্র। অমর্ত্য সেন এটাই বলেছিলেন। আমি বলব বাংলাদেশ সংগ্রামেরও মডেল। 

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, সামাজিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তি যখন এক সঙ্গে কাজ করতে পেরেছে তখনই বাংলাদেশ এগিয়ে গেছে। আমরা মধ্যম আয়ের স্বপ্ন দেখছি। এটা শুধু অর্থনৈতিক স্বপ্ন নয়। এটা নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গেও সম্পৃক্ত। 

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, আমাদের দেশে বহু মেয়ে বাল্যবিবাহের শিকার হচ্ছে। করোনায় দেখা গেছে হাজার হাজার শিক্ষার্থী স্কুল থেকে হারিয়ে গেছে ৷ এদের মধ্যে ৭০ শতাংশই মেয়ে। বাল্যবিয়ের কারণেই এমনটা হয়েছে দেখা যাচ্ছে। এদের আবারও স্কুলে ফিরিয়ে আনতে হবে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম ভিডিও বার্তায় বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের যারা নিহত হয়েছিলেন এবং চার নেতার হত্যাকাণ্ডের ঘটনা ছিল মানবাধিকারের চরম লঙ্ঘন। যে বঙ্গবন্ধু সারা জীবন মানবাধিকার চর্চা করে গেছেন, তিনি এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনার সম্মুখীন হয়েছেন। 

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক এগিয়েছে উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড বলেন, কিছুদিন আগে পার্বত্য অঞ্চলে গিয়ে আমি দেখেছি নারী-পুরুষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আমাদের খুব ভালো লেগেছে এটা দেখে। সবার একসঙ্গে কাজ করার কারণেই বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন, এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক তারিকুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মীরা

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা

আমার নামের আগে ‘মাননীয়’ বলবেন না: তারেক রহমান

সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই: সৈয়দ রেজাউল করীম

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা