হোম > রাজনীতি

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে এক-এগারোর মতো ষড়যন্ত্র আবার শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অপপ্রচারের মাধ্যমে দলকে মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে।

আজ সোমবার লন্ডন থেকে ঢাকায় এক ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে অভিযোগ করেন তারেক রহমান। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে জিয়া সাইবার ফোর্সের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন অ্যাকটিভিস্টদের জন্য এই ইফতারের আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, বিএনপি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। এক-এগারোর মতো বিএনপির বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে।

বিগত আন্দোলনে অনলাইন অ্যাকটিভিস্টদের ভূমিকার প্রশংসার পাশাপাশি তারেক নতুন ষড়যন্ত্র মোকাবিলায় তাঁদের মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকবে, তবে যুক্তিতর্ক দিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ অন্য নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এনআইডি পেতে অনলাইনে ফরম পূরণ করেছেন তারেক রহমান

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ওসমান হাদির কবরে তারেক রহমান

ওসমান হাদির পাশাপাশি কাজী নজরুলের কবর জিয়ারত করবেন তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগে ছাত্রদলের অবস্থান

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান