হোম > রাজনীতি

রওশন এরশাদের ‘অবস্থা এই ভালো এই খারাপ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের অবস্থার উন্নতি-অবনতি কিছুই নেই। তাঁর শারীরিক অবস্থা এমন যে, তিনি কখনো খুব ভালো আবার কখনো খুব খারাপ বোধ করছেন। বয়সের কারণে তাঁর সেরে ওঠাটা সময়সাপেক্ষও বলে জানিয়েছেন তাঁর ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ। মায়ের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। 

বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে তিন মাসের বেশি সময় ধরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদ। তাঁর সঙ্গে আছেন পুত্র সাদ এরশাদ। গত ৬ নভেম্বর এ হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বেশ কয়েক মাস চিকিৎসাধীন ছিলেন।

রওশন এরশাদের শারীরিক অবস্থার খবর জানতে সাদ এরশাদকে বেশ কয়েকবার ফোনকল করা হলেও তিনি জবাব দেননি। তবে গত ৯ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে রওশন সম্পর্কে একটি পোস্ট করেন সাদ। সেখানে অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন সাদ। তিনি বলেন, ‘রওশন এরশাদের মতো একজন বয়স্ক মানুষের অসুখ সেরে ওঠার বিষয়টা সময়সাপেক্ষ। তাঁর এখন যে অবস্থা, তাতে তিনি এই ভালো তো এই খারাপ।’ তিনি বলেন, ‘আমরা আশা ছাড়িনি। সর্বশক্তিমান আল্লাহ অনেক ক্ষমাশীল। আশা করছি, তিনি দ্রুত সেরে উঠবেন। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’ 

রওশন এরশাদকে দেখতে গত ৫ ফেব্রুয়ারি থাইল্যান্ডে যান হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। আজ শুক্রবার ঢাকায় ফিরেছেন তিনি। রওশন এরশাদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে তাঁর দাবি। রওশন এরশাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ম্যাডামের অবস্থা আগের চেয়ে ভালো। স্বাভাবিকভাবে তিনি খাবার খেতে না পারলেও অল্প করে মুখে খাবার খাওয়া শুরু করেছেন। কথাবার্তা খুব আস্তে বলেন, লোকজনকেও চিনতে পারছেন। চিকিৎসকেরা বলেছেন, তাঁর সেরে উঠতে সময় লাগবে।’

আচরণবিধি ভঙ্গ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা

সংবাদ সম্মেলনেও আসছে না ইসলামী আন্দোলন, জোটে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট

জাইমা রহমানের নামে ৫০টির বেশি ভুয়া আইডি রিমুভ করেছে মেটা: মাহদী আমিন

ড. ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করলেন তারেক রহমান

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে: বিএনপি

পঞ্চগড়–১ ও ২: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপার রাশেদ

শেষ পর্যন্ত চেষ্টা করব জোট যেন অটুট থাকে: নাহিদ ইসলাম