হোম > রাজনীতি

রওশন এরশাদের ‘অবস্থা এই ভালো এই খারাপ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের অবস্থার উন্নতি-অবনতি কিছুই নেই। তাঁর শারীরিক অবস্থা এমন যে, তিনি কখনো খুব ভালো আবার কখনো খুব খারাপ বোধ করছেন। বয়সের কারণে তাঁর সেরে ওঠাটা সময়সাপেক্ষও বলে জানিয়েছেন তাঁর ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ। মায়ের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। 

বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে তিন মাসের বেশি সময় ধরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদ। তাঁর সঙ্গে আছেন পুত্র সাদ এরশাদ। গত ৬ নভেম্বর এ হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বেশ কয়েক মাস চিকিৎসাধীন ছিলেন।

রওশন এরশাদের শারীরিক অবস্থার খবর জানতে সাদ এরশাদকে বেশ কয়েকবার ফোনকল করা হলেও তিনি জবাব দেননি। তবে গত ৯ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে রওশন সম্পর্কে একটি পোস্ট করেন সাদ। সেখানে অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন সাদ। তিনি বলেন, ‘রওশন এরশাদের মতো একজন বয়স্ক মানুষের অসুখ সেরে ওঠার বিষয়টা সময়সাপেক্ষ। তাঁর এখন যে অবস্থা, তাতে তিনি এই ভালো তো এই খারাপ।’ তিনি বলেন, ‘আমরা আশা ছাড়িনি। সর্বশক্তিমান আল্লাহ অনেক ক্ষমাশীল। আশা করছি, তিনি দ্রুত সেরে উঠবেন। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’ 

রওশন এরশাদকে দেখতে গত ৫ ফেব্রুয়ারি থাইল্যান্ডে যান হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। আজ শুক্রবার ঢাকায় ফিরেছেন তিনি। রওশন এরশাদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে তাঁর দাবি। রওশন এরশাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ম্যাডামের অবস্থা আগের চেয়ে ভালো। স্বাভাবিকভাবে তিনি খাবার খেতে না পারলেও অল্প করে মুখে খাবার খাওয়া শুরু করেছেন। কথাবার্তা খুব আস্তে বলেন, লোকজনকেও চিনতে পারছেন। চিকিৎসকেরা বলেছেন, তাঁর সেরে উঠতে সময় লাগবে।’

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির