হোম > রাজনীতি

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারকে জোরালো আলোচনার তাগিদ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশি পণ্যে সম্পূরক শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারকে জোরালো আলোচনার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। সবাই মনে করছেন, এই আলোচনা শক্তিশালী করা দরকার।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘এখানে ইন্ডাস্ট্রির একটা বিষয় আছে। গার্মেন্টস সেক্টরের একটা বিষয় আছে। অ্যাপ্লায়েন্স অ্যাসোসিয়েশনের একটা বিষয় আছে। নিরাপত্তাজনিত কিছু বিষয় চলে এসেছে। আবার রাজনৈতিক দলগুলোর মতামতেরও একটা বিষয় আছে। সেই বিষয়গুলো আলোচনায় এসেছে।

‘আমরা আশা করছি, দেশের স্বার্থে আগামী দিনের অর্থনীতি, কর্মসংস্থানসহ অনেক কিছু জড়িত। ঐক্যবদ্ধভাবে এর সুষ্ঠু সমাধান দরকার।’

বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে ব্যবসায়ীদের মতামত সরকারকে জানানো হবে বলে জানান দলটির এই নেতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আসলে এটা এককভাবে কিছু করার বিষয় নয়। সমন্বিতভাবে চেষ্টা করতে হবে, যাতে এ থেকে আমাদের অর্জন করা যায়, সেই চেষ্টা আমাদের থাকবে।’

এর আগে রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি।

বৈঠকে আমীর খসরু ছাড়াও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাসভীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া এতে অংশ নেন ব্যবসায়ী নেতাদের মধ্যে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, সহসভাপতি এ কে আজাদ ও সিমিন রহমান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান তানভিরুর রহমান প্রমুখ।

ইসির সদিচ্ছা না দেখলে ‘সব পন্থা’ অবলম্বনের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল

তারেক রহমানের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক

বদলে যাওয়া হিসাব মেলাতে কৌশলী প্রচারে দলগুলো

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতারা

নির্বাচনী প্রচারে প্রার্থীদের জন্য বিএনপির নির্দেশনা

নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ বিধিবহির্ভূত: এনসিপি

তারেক রহমানের গাড়িতে খাম রেখে দ্রুত পালাল মোটরসাইকেলচালক, কী ছিল তাতে