হোম > রাজনীতি

নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায়: মেজর হাফিজ

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায়। আমরা যখন নির্বাচনের কথা বলি, তখন যেন তাঁরা অসন্তুষ্ট হয়ে যান।’

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হাফিজ উদ্দিন এসব কথা বলেন। ‘একাত্তরের মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সমাবেশে তিনি বলেন, ‘জনগণকে এত কেন ভয়? জনগণ ভোট দেবে, এটা আপনাদের আতঙ্কের কারণ কেন হয়েছে? আমরা চাই জনগণের মতামতের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হবে।’

সংস্কার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে মেজর হাফিজ বলেন, ‘সংস্কারের নামে আর বেশি সময় নেবেন না। হাসিনা পলায়ন করেছে, এখন যে সংস্কার বাকি আছে, সেগুলো জনগণ করবে। এখন শুধু অপরাধীদের শাস্তির বিধান করুন। আহত-নিহতদের পরিবারের প্রতি লক্ষ রাখুন।’

কিংস পার্টির ভবিষ্যৎ ভালো হবে না উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা লক্ষ করছি, এই দেশে একটি কিংস পার্টি গঠন হতে যাচ্ছে। কিংস পার্টির ভবিষ্যৎ আগেও ভালো ছিল না, ভবিষ্যতেও ভালো হবে না। জুলাই-আগস্টে যে ছাত্রনেতারা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, তাঁদের সেই সংগ্রামের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাঁদের আবারও অভিনন্দন জানাই। কিন্তু আগামী দিনে আপনারা কোনো কিংস পার্টি করার চেষ্টা করবেন না।’

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালামসহ আরও অনেকে।

তারেক রহমানের নিরাপত্তায় বেহুলার বাসরঘরের মতো যেন ছিদ্র না থাকে: রিজভী

ইসির সদিচ্ছা না দেখলে ‘সব পন্থা’ অবলম্বনের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল

তারেক রহমানের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক

বদলে যাওয়া হিসাব মেলাতে কৌশলী প্রচারে দলগুলো

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতারা

নির্বাচনী প্রচারে প্রার্থীদের জন্য বিএনপির নির্দেশনা

নাহিদ ও নাসীরুদ্দীনকে ইসির শোকজ বিধিবহির্ভূত: এনসিপি