চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার নূরনগর ইউনিট জামায়াতে ইসলামের আমির মো. সালাউদ্দিনকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চান্দগাঁও থানায় দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এ ছাড়া বাকলিয়া ও চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক আইনেও রয়েছে একাধিক মামলা। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় রাহাত্তারপুল জাহাঙ্গীর কমিশনারের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাঁরা জানিয়েছে, সালাউদ্দিন চান্দগাঁওয়ের আহসান উল্লাহর ছেলে। নগরীতে বিভিন্ন সময় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে।
চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, জামায়াত নেতা মো. সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। চান্দগাঁও থানায় দুইটি মামলায় ওয়ারেন্টে আছে তাঁর বিরুদ্ধে। এলাকায় গোপনে কর্মী সমাবেশ ও সংগঠনের কর্মকাণ্ড চালানোর প্রমাণও পাওয়া গেছে।