নিজেকে কড়াইলের সন্তান দাবি করে আজীবন কড়াইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দল ক্ষমতায় গেলে তাঁদের আবাসনের কষ্ট দূর করার জন্য বহুতল ভবন গড়ে ছোট ছোট ফ্ল্যাট তাঁদের নামে বরাদ্দ দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
কড়াইলবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদের এলাকারই সন্তান। যত দিন বেঁচে থাকব, যত দিন আল্লাহর রহমত থাকবে, আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে আমি থাকব।’
তিনি আরো বলেন, ‘আমি আগে থাকতাম ক্যান্টনমেন্টে। এখন এসে উঠেছি গুলশানে। আপনাদের আরও কাছাকাছি, আপনাদের প্রতিবেশী। আপনাদের বিপদে-আপদে যতটুকু পারি, সাধ্যমতো পাশে থাকব। আমি এই এলাকার মানুষের পাশে থাকব।’
কড়াইলের মানুষের আবাসনের সমস্যার কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘কড়াইলবাসীর থাকার কষ্টটা আমরা ধীরে ধীরে সমাধান করতে চাই। এখানে আমরা উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই। এখানে যে মানুষগুলো থাকেন, তাঁদের নাম নিবন্ধন করে তাঁদের নামে ছোট ছোট ফ্ল্যাট করব এবং ফ্ল্যাটগুলো তাঁদের নামে আমরা দিতে চাই।’
তারেক রহমান বলেন, ‘এখানে বাচ্চাদের স্কুলের পাশাপাশি খেলাধুলার জন্য যাতে মাঠ থাকে, সেই ব্যবস্থা আমরা করতে চাই। আমরা চাই—বিএনপির একটি পরিকল্পনা হচ্ছে—দেশের মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। কড়াইলবাসীকে চিকিৎসার জন্য যাতে দূরে যেতে না হয়, আপনাদের এলাকায় ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে—এইভাবে আপনাদের এলাকাটিকে আমরা গড়ে তুলতে চাই, এইভাবে সাজিয়ে তুলতে চাই।’
কড়াইলবাসীর জন্য কল্যাণকর কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘ওই যে বড় দালানে যে মানুষগুলো থাকে, তাদের সন্তানেরা যেমন লেখাপড়ার সুযোগ-সুবিধা পায়। আমরা চাই, কড়াইলবাসীদের সন্তানেরাও যাতে একইভাবে লেখাপড়ার সুযোগ পায়। একইভাবে যাতে খেলাধুলার সুযোগ পায়, চিকিৎসার সুযোগ পায়। আল্লাহ যদি রহম করেন, আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করতে চাই।’
বিএনপি মানুষের জন্য রাজনীতি করে মন্তব্য করে চেয়ারম্যান বলেন, ‘বিএনপি এর আগে যতবার দেশ পরিচালনা করেছে, মানুষের কাছে যে জবান দিয়েছে, আমরা আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার। আজকে আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই; আমি জানি না, এটা নির্বাচনী আচরণবিধিতে পড়বে কি না, কেউ ষড়যন্ত্র করবে কি না। কিন্তু আমি যা করতে চাই, আল্লাহর রহমত নিয়ে করতে চাই। আপনাদের যদি দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন, আমি কয়েকটি কাজ এখানে করতে চাই।’
তারেক রহমান আরো বলেন, ‘আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে। আমি দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান। আমি আমার দলের একজন কর্মী। আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য। কীভাবে আপনাদের জীবনযাত্রা ভালো হতে পার—সেটাই আমাদের লক্ষ্য।’
দোয়া মাহফিল সঞ্চালনা করেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। এতে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও অংশ নেন।