নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় জাতীয় পার্টি (জাপা) কাউকে দলীয় সমর্থন দেয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতে টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনসহ সারা দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানায় জাপা।
জাপা নেতারা তৈমুর আলমের পক্ষে কাজ করার ব্যাপারে মুজিবুল হক বলেন, ‘আমরা তৈমুর আলমকে মনোনয়ন দিইনি। যে সকল নেতা-কর্মীরা তার হয়ে কাজ করছে, তাদের আমরা দলীয়ভাবে সতর্ক করেছি।’
টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করে জাপা মহাসচিব বলেন, ‘দেশে সুষ্ঠু নির্বাচন তখনই সম্ভব যখন ক্ষমতাসীন দল সুষ্ঠু নির্বাচন চায়। আমরা দেখেছি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে দেশে নৈরাজ্য পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় আসন্ন টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আমাদের সংশয় রয়েছে।’
মুজিবুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, রেজাউল ইসলাম ভূইয়া, নাজমা আখতার।