হোম > রাজনীতি

সমমনাদের সঙ্গে আলোচনা করে নতুন কর্মসূচি: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে ‘নতুন কর্মসূচি’ দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

নতুন কর্মসূচি বিষয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘এখনো আমরা কর্মসূচির মধ্যেই আছি, আন্দোলনের মধ্যেই আছি। আমাদের সঙ্গের রাজনৈতিক দলগুলো আছে, তাদের সঙ্গে কথা বলার বিষয় আছে। সবার সঙ্গে কথা বলে কর্মসূচি ঠিক করে জানানো হবে।’

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে রিজভী বলেন, ‘আন্দোলনের পরিপূর্ণতা, স্রোত আমরা যত বইয়ে দেব, স্রোতের ধারা যত আসবে ততই আন্দোলন পরিপূর্ণ হবে এবং তারা (সরকার) পরাজিত হবে। যুদ্ধ একাত্তর সালে শুরু হবে এটা কি ’৬২ সালে জানা গেছে, এটা কি ’৬৯ সালে জানা গেছে, এটা কি ’৭০ সালে জানা গেছে? জানা তো যায়নি। তাই কখন কোন পরিস্থিতি হবে—সেটা বলা যায় না। শুধু একটাই বলা যায়, জনগণের আন্দোলন, সেই আন্দোলন যদি আদর্শের হয়, ন্যায়ের হয়, গণতন্ত্রের পক্ষের হয়, সেই আন্দোলন কখনো বৃথা যাবে না।’
 
সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘অবৈধ সত্তা নিয়ে তারা (সরকার) যে আনন্দ করছেন, তাদের এই উৎসব একদিন জনগণের উৎসব হবে তাদের পরাজয়ের মধ্য দিয়ে, তাদের পতনের মধ্য দিয়ে।’ 

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন রিজভী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, তারিকুল ইসলাম তেনজিংসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আচরণবিধি ভঙ্গ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা

সংবাদ সম্মেলনেও আসছে না ইসলামী আন্দোলন, জোটে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট

জাইমা রহমানের নামে ৫০টির বেশি ভুয়া আইডি রিমুভ করেছে মেটা: মাহদী আমিন

ড. ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করলেন তারেক রহমান

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে: বিএনপি

পঞ্চগড়–১ ও ২: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপার রাশেদ

শেষ পর্যন্ত চেষ্টা করব জোট যেন অটুট থাকে: নাহিদ ইসলাম