হোম > রাজনীতি

শিশু রাজনীতিবিদ বলে অন্য দলকে যারা অবজ্ঞা করে, তাদের মনে ফ্যাসিবাদ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা পাওয়া গেছে, তাদের নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তাদের মনে ফ্যাসিবাদ আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, যারা শিশু রাজনীতিবিদ বলে অন্য দলকে অবজ্ঞা করছে, তাদের মনে ফ্যাসিবাদ ভর করেছে।

আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আসুন যাদের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা পাওয়া, তাদের যাতে তুচ্ছ-তাচ্ছিল্য না করে। শিশু রাজনীতিবিদ বলে যাতে অবজ্ঞা না করে। অন্য কোনো দলকে অবজ্ঞা যাতে না করে। অরাজনৈতিক ভাষায় যাতে কথা না বলে। যারা পারবে না, তাহলে বুঝব তাদের মনে ফ্যাসিবাদ ভর করেছে। জাতীয় ঐক্যের বীজতলা আমরা তৈরি করব।’

তিনি বলেছেন, ‘আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতির মূলোৎপাটনের জন্য আমরা যা দরকার করব। এতেও আমরাও বিজয় হব।’

বক্তব্যের একপর্যায়ে হঠাৎ দুবার অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। প্রথমে জ্ঞান হারানোর কিছুক্ষণ পর আবারও দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন তিনি। তবে কিছুক্ষণ পরেই আবারও অসুস্থ হয়ে পড়েন। পরে মঞ্চের কার্পেটে বসে আবার বক্তব্য শুরু করেন তিনি।

তিনি বলেন, ‘আল্লাহ যত দিন হায়াত দিয়েছেন, জনগণের জন্য লড়াই অব্যাহত থাকবে। আল্লাহ আমাদের যদি সুযোগ দেন, তাহলে মালিক হব না, সেবক হব।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্দেশনা দিচ্ছি, জামায়াত থেকে আগামীতে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, তাঁরা কোনো এমপি-মন্ত্রী সরকারি উপহার গ্রহণ করবে না। তাঁরা ট্যাক্সবিহীন গাড়িতে চড়বেন না। নিজ হাতে টাকা চালাচালি করবেন না।’

তিনি বলেন, ‘যদি নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পায়, তাহলে বাংলাদেশের ১৬ কোটি মানুষের কাছে তার বিবরণ তুল ধরতে বাধ্য হবে। চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা নিতে দিব না, দুর্নীতি আমরা সহ্য করব না।’

জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়েত আমির বলেন, ‘আমার দুর্ভাগ্য, আমি গেল আন্দোলনে শহীদ হতে পারি নাই। আপনাদের দোয়া চাই, ইনসাফের পক্ষে যে লড়াই হবে, আগামীতে যে আন্দোলন হবে, আল্লাহ যেন সেখানে আমাকে শহীদ হিসেবে কবুল করেন।’

তিনি বলেন, ‘এখন থেকে বাংলাদেশে পুরোনো কোনো কিছুই থাকবে না। পুরোনো এই বস্তা পচা জিনিস যদি এই দেশে থাকে, তাহলে কেন এত লোক জীবন দিল। নতুন পদ্ধতিতে বাংলাদেশ চলবে। এ ছাড়া এ দেশ চলবে না।’

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

রাজনৈতিক সংশ্লিষ্টতা দূর করতে না পারলে সাংবাদিকদের এক হওয়া সম্ভব নয়: বিজেসি সভাপতি

ইসলামপন্থী রাজনীতিতে মেরুকরণ: ভোটের সমীকরণে কে এগিয়ে গেল

নির্বাচনী সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির