হোম > রাজনীতি

শিশু রাজনীতিবিদ বলে অন্য দলকে যারা অবজ্ঞা করে, তাদের মনে ফ্যাসিবাদ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা পাওয়া গেছে, তাদের নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তাদের মনে ফ্যাসিবাদ আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, যারা শিশু রাজনীতিবিদ বলে অন্য দলকে অবজ্ঞা করছে, তাদের মনে ফ্যাসিবাদ ভর করেছে।

আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আসুন যাদের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা পাওয়া, তাদের যাতে তুচ্ছ-তাচ্ছিল্য না করে। শিশু রাজনীতিবিদ বলে যাতে অবজ্ঞা না করে। অন্য কোনো দলকে অবজ্ঞা যাতে না করে। অরাজনৈতিক ভাষায় যাতে কথা না বলে। যারা পারবে না, তাহলে বুঝব তাদের মনে ফ্যাসিবাদ ভর করেছে। জাতীয় ঐক্যের বীজতলা আমরা তৈরি করব।’

তিনি বলেছেন, ‘আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতির মূলোৎপাটনের জন্য আমরা যা দরকার করব। এতেও আমরাও বিজয় হব।’

বক্তব্যের একপর্যায়ে হঠাৎ দুবার অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। প্রথমে জ্ঞান হারানোর কিছুক্ষণ পর আবারও দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন তিনি। তবে কিছুক্ষণ পরেই আবারও অসুস্থ হয়ে পড়েন। পরে মঞ্চের কার্পেটে বসে আবার বক্তব্য শুরু করেন তিনি।

তিনি বলেন, ‘আল্লাহ যত দিন হায়াত দিয়েছেন, জনগণের জন্য লড়াই অব্যাহত থাকবে। আল্লাহ আমাদের যদি সুযোগ দেন, তাহলে মালিক হব না, সেবক হব।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্দেশনা দিচ্ছি, জামায়াত থেকে আগামীতে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, তাঁরা কোনো এমপি-মন্ত্রী সরকারি উপহার গ্রহণ করবে না। তাঁরা ট্যাক্সবিহীন গাড়িতে চড়বেন না। নিজ হাতে টাকা চালাচালি করবেন না।’

তিনি বলেন, ‘যদি নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পায়, তাহলে বাংলাদেশের ১৬ কোটি মানুষের কাছে তার বিবরণ তুল ধরতে বাধ্য হবে। চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা নিতে দিব না, দুর্নীতি আমরা সহ্য করব না।’

জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়েত আমির বলেন, ‘আমার দুর্ভাগ্য, আমি গেল আন্দোলনে শহীদ হতে পারি নাই। আপনাদের দোয়া চাই, ইনসাফের পক্ষে যে লড়াই হবে, আগামীতে যে আন্দোলন হবে, আল্লাহ যেন সেখানে আমাকে শহীদ হিসেবে কবুল করেন।’

তিনি বলেন, ‘এখন থেকে বাংলাদেশে পুরোনো কোনো কিছুই থাকবে না। পুরোনো এই বস্তা পচা জিনিস যদি এই দেশে থাকে, তাহলে কেন এত লোক জীবন দিল। নতুন পদ্ধতিতে বাংলাদেশ চলবে। এ ছাড়া এ দেশ চলবে না।’

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা